মুম্বই, ২০ অগাস্ট: কখনও উত্তরাখণ্ডে (Uttarakhand) মেঘভাঙা বৃষ্টি হচ্ছে, আবার কখনও জম্মু কাশ্মীর (Cloudburst In Jammu And Kashmir) বা হিমাচলে (Himachal Pradesh)। আবহাওয়ার পরিবর্তন যে জোরালভাবে চোখে পড়ছে, তা স্পষ্ট। আর এবার জলে ভাসতে শুরু করেছে মুম্বই (Mumbai Rain)। মহারাষ্ট্রের (Maharashtra) একাধিক জায়গায় একটানা বৃষ্টি শুরু হয়েছে। তার জেরে স্বাভাবিক জনজীবন বিপন্ন হতে শুরু করেছে। মহারাষ্ট্রের যে সমস্ত জায়গায় এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যে অন্যতম মুম্বই এবং নান্দেড়।
মুম্বইতে গত ২ দিন ধরে এক নাগাড়ে চরম বৃষ্টি (Extreme Rainfall Alert) শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টাও এই একইভাবে বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
কত পরিমাণ বৃষ্টি হয়েছে
জুলাই মাসে মুম্বইতে তেমন বৃষ্টি হয়নি। বলা যায়, শুকনো ছিল বাণিজ্যনগরীর মাটি। তবে জুলাই শেষে অগাস্ট শুরু হতেই, মুম্বই ভাসতে শুরু করেছে। বিশেষ করে গত কয়েকদিন ধরে। গত কয়েকদিন ধরে যেভাবে একটানা বৃষ্টি শুরু হয়েছে মুম্বইতে, তাতে বাণিজ্যনগরী কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। গত ২ দিন থেকে এই পর্যন্ত মুম্বইতে ৮০০ মিলি মিটার বৃষ্টি হয়েছে বলে পরিসংখ্যানে জানা যাচ্ছে।
কী কারণে মুম্বইতে এত বৃষ্টি হচ্ছে
আবহাওয়া বিশারদদের কথায়, মুম্বইতে তুমুল বৃষ্টির পিছনে একাধিক কারণ রয়েছে। বিশেষ করে গত কয়েকদিন ধরে যেভাবে মুম্বই জলমগ্ন, তাতে আবহাওয়ার পরিবর্তনের বিভিন্ন বিষয়গুলির উপরই এই পরিবর্তন নির্ভর করছে বলে জানানো হয়।
আবহাওয়া দফতরের কথায়, বিদর্ভ জেলার উপর নিম্নচাপ। সেই সঙ্গে আরব সাগরের উত্তর-পূর্ব দিক জুড়ে এই নিম্নচাপের বিস্তৃতি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। সেই সঙ্গে উপকূলবর্তী মহারাষ্ট্র জুড়ে মৌসুমি বায়ুর তীব্র প্রভাব বিশেষ করে মুম্বইতে। এই কারণগুলিই মুম্বইতে এক নাগাড়ে বৃষ্টির সঙ্গে জুড়ে রয়েছে বলে জানা যাচ্ছে।
মহারাষ্ট্র তথা মুম্বইয়ের আশপাশে যে পরিস্থিতিগুলি তৈরি হয়েছে আবহাওয়ার পরিবর্তন-জনিত কারণে, তার জেরেই এক নাগাড়ে এই ধরনের বর্ষণ শুরু হয়েছে।
প্রসঙ্গত মুম্বইতে যখন এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে, সেই সময় যেমন মনোরেল আটকে পড়ে বিদ্যুৎ না থাকার জন্য, তেমনি জলের স্রোতে আন্ডারপাসে গাড়ি উলটে যেতেও দেখা যায়। তেমনি মহারাষ্ট্রের নান্দেড়ে শুরু হয়ে মেঘভাঙা বৃষ্টি। সবকিছু মিলিয়ে মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় বৃষ্টি কার্যত জনজীবন থামিয়ে দিয়েছে একেবারে।