K Kavitha (Photo Credit: Facebook)

দিল্লি, ৮ এপ্রিল: আবগারী দুর্নীতি (Excise Case) মামলায় ফের কে কবিতাকে ফেরাল আদালত। বেআইনি আবগারী দুর্নীতি মামলায় এবারও জামিন পেলেন না বিআরএস নেত্রী কে কবিতা। বিআরএস নেত্রীর মামলার পরবর্তী শুনানি হবে ২০ এপ্রিল। ওইদিনই ফের বেআইনি আবগারী মামলায় বিআরএস (BRS) নেত্রীর জামিনের বিষয়ে সওয়াল শুনবে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। ফলে আগামী ২০ এপ্রিল পর্যন্ত এ বিষয়ে আর কোনও শুনানি হবে না বলেই আপাতত জানা যাচ্ছে। পরপর অন্তর্বতী জামিন খারিজ হওয়ার জেরে আপাতত হেফাজতেই থাকতে হচ্ছে তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে (K Kavitha)।

এদিকে লোকসভা নির্বাচনে এবার তেলাঙ্গানায় বিআরএস জোট বেঁধেছে বিএসপির সঙ্গে।  বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধেই এবার তেলাঙ্গানায় লোকসভা ভোটের ময়জানে নামছে বিআরএস।