Photo Credit: Twitter@ANI

মুম্বই, ১৫ মে: ফের বেসুরো এনসিপি নেতা অজিত পাওয়ার (Ajit Pawar)। দলের সভাপতি শরদ পাওয়ারের পদত্যাগ, তারপর তা প্রত্যাহার কাণ্ড কাটিয়ে ওঠার পর ফের অজিত পাওয়ারের গলায় শরিক দলের বিরোধী সুর। উদ্ধভ ঠাকরে শিবসেনার দাবি উড়িয়ে অজিত পাওয়ার এবার বললেন, "১৬ জন বিধায়কের সদস্যপদ খারিজ হলেও একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফদনবীশ সরকার পতনের কোনও সম্ভাবনাই নেই। ওদের সরকার পতনের কোনও ঝুঁকি নেই।"

একেবারে বিজেপির সুরে গলা মেলালেন শরদ পাওয়ারের ভাইপো। যাকে নিয়ে জোর জল্পনা ছিল তিনি এনসিপি ভেঙে বেরিয়ে এসে মহারাষ্ট্রে শিন্ডে-বিজেপি সরকারে যোগ দেবেন। আরও পড়ুন-গরমে নাজেহাল দশা, রাস্তার মাঝে একি কাণ্ড যুগলের

দেখুন টুইট

অথচ এনসিপি-র শরিক দল শিবসেনার নেতা-কর্মী বিশেষ করে মুখপাত্র সঞ্জয় রাউত বারবার দাবি করছেন, খুব বেশীদিন টিকবে না একনাথ শিন্ডের সরকার। শিবসেনার বিদ্রোহী ১৬ জন বিধায়কের সদস্য পদ নিয়ম মত খারিজ হলেই পতন হবে শিন্ডে সরকারের। অথচ মহারাষ্ট্রের মহাজোটের দলের অন্য নেতার গলায় অন্য সুর।