নতুন দিল্লি, ৫ মার্চ: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (Employees provident fund) সুদের হার কমাল কেন্দ্রীয় সরকার। ২০১৯-২০২০ অর্থবছরে সুদের হার কমিয়ে করা হয়েছে ৮.৫ শতাংশ। আগে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। ইপিএফও (EPFO)-র সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজের (Central Board of Trustees) এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গওয়ার (Union Labour Minister Santosh Gangwar)। শেষবার গত বছর ফেব্রুয়ারি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়নো হয়েছিল। ৮.৫৫ শতাংশ থেকে ২০১৮-১৯ অর্থবর্ষে তা বাড়িয়ে ৮.৬৫ শতাংশ করা হয়। এর আগে ২০১৬ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বাড়ানো হয়েছিল।
সুদের হার কমানো হলে এই অর্থবর্ষের জন্য কম রিটার্ন পাবে চাকরিজীবীরা। ইপিএফ-এ সুদের হার ঘোষণার সময় সেই সময় পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এ কত সুদ দেওয়া হচ্ছে সেটাও দেখা হয়। বর্তমানে পিপিএফ-এ সুদের হার ৭.৯ শতাংশ। সাধারণত, প্রতি বছর জানুয়ারি মাসের শেষে সুদের হার ঘোষণা করে। আরও পড়ুন: Lottery Sambad Result: ভাগ্যের চাকা ঘোরাতে লটারির টিকিট কেটেছেন? উত্তর পেতে চোখ রাখুন লটারির অনলাইন ফলাফলে
প্রভিডেন্ট ফান্ডের সুদের হার নির্ধারণের দায়িত্বে রয়েছে সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ (CBT)। সিবিটি-র নেতৃত্বে রয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। ইপিএফও-র হয়ে যাবতীয় সিদ্ধান্ত নেয় তারাই। কোন অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার হার কত হবে, তা ঠিক করার দায়িত্বও তাদের। সিবিটির অনুমোদনের পর বিষয়টি কেন্দ্রীয় অর্থমন্ত্রকে কাছে যায়। যার পর জমা টাকার উপর নয়া সুদের হার কার্যকর হয়।