ইডি (ED) এবার সক্রিয় বাম শাসিত কেরলে। দক্ষিণের এই রাজ্যে থ্রিসুরের এক কাউন্সিলরকে ব্যাঙ্ক লোন দুর্নীতিতে কাণ্ডে প্রধান অভিযুক্ত হিসেবে সিপিএমের এক কাউন্সিলর-কে হেজাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate )। কুরুভান্নুর সার্ভিস সমবায় ব্য়াঙ্ক লোনে ( Karuvannur Service Cooperative Bank loan scam) মোটা অর্থের অনিয়মে জড়িত পিআর অরবিন্দাক্ষণ (PR Aravindakshan) নামের সেই সিপিএম কাউন্সিলর। ইডি তদন্তকারীদের দাবি এমনই। চলতি মাসের শুরুতে সিপিএমের প্রভাবশালী এই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। সেই জেরার ৬ দিন পর কোচির পুলিশ স্টেশনে ইডি কর্তাদের বিরুদ্ধে তাকে শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন তিনি।
আরও অনেক প্রভাবশালী নেতা এই ব্যাঙ্ক দুর্নীতিতে জড়িত বলে তদন্তকারীদের দাবি। বাংলার শাসক দল তৃণমূলের মতই কেরলে সিপিএমের নেতারা তাদের দলের নেতার ইডি-র হাতে গ্রেফতারিতে বিজেপির প্রতিহিংসার রাজনীতি দেখছে।
দেখুন এক্স
In an embarrassment for #Kerala's ruling CPI-M. the #EnforcementDirectorate took into custody a party councillor in Thrissur in connection with Karuvannur Service Cooperative Bank loan scam case.#PRAravindakshan was let off after questioning early this month by ED and six days… pic.twitter.com/mZlHJd5CZS
— IANS (@ians_india) September 26, 2023
তৃণমূলের জনপ্রতিনিধিদের ইডি-সিবিআইয়ের হাতে গ্রেফতারি নিয়ে খোঁচা দেওয়া বাংলার সিপিআই (এম) নেতারা এই খবরে অস্বস্তিতে।