নয়া দিল্লি, ২৯ অক্টোবর: হরিয়ানা বিধানসভা নির্বাচন (Haryana Elections 2024) নিয়ে কংগ্রেসের আনা সব অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিল নির্বাচন কমিশন। হরিয়ানায় ভোট গণনায় কারচুপি, অস্বচ্ছতা নিয়ে কমিশনের কাছে যেসব অভিযোগ দায়ের করেছিল কংগ্রেস, তা সবটাই ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কমিশন। ভোট গণনা চলাকালীন তথ্য দিয়ে দেরি করছে কমিশন, কংগ্রেস নেতা জয়রাম রমেশের এমন অভিযোগও উড়িয়ে দিয়েছিল কমিশন। অপ্রত্যাশিতভাবে হরিয়ানায় হারের পর কংগ্রেস নেতাদের অভিযোগ ছিল, গণনার শুরুতে তারা ৭০টি আসনে এগিয়ে থাকলেও কারচুপি করে তাদের হারিয়ে দেওয়া হয়েছে। এরপর দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে হরিয়ানায় ভোট গণনা সংক্রান্ত বেশ কয়েকটি নথি জমা করে হাত শিবির।
ক দিন আগে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল চমকে দিয়েছিল গোটা দেশকে। ভোটের আগে থেকেই সব সমীক্ষা, ভোটের পর এক্সিট পোলে সব জায়গাতেই জানানো হয়েছিল, কংগ্রেস বিপুল সংখ্যক আসনে জিতে ক্ষমতায় আসছে। হরিয়ানায় ভোট গণনার শুরুতেও তেমনটাই দেখা যাচ্ছিল। ভোট গণনার প্রথম ঘণ্টা দেড়েক কংগ্রেস ৬৫টি আসনে এগিয়ে ছিল, সেখানে ক্ষমতাসীন বিজেপি এগিয়ে ছিল ২০টি আসনে। কিন্তু এরপর নাটকীয়ভাবে উল্টে যায় ভোটের ফল। ভোট যত গণনা হতে থাকে ইউ টার্নের পর ফল বদলে একের পর এক আসনে কংগ্রেস প্রার্থীদের লিড ছাপিয়ে এগিয়ে যেতে থাকেন বিজেপি প্রার্থীরা। শেষ অবধি বিজেপি ৪৮টি আসনে জিতে টানা তিনবার হরিয়ানায় ক্ষমতায় ফেরে। সেখানে কংগ্রেস জেতে মাত্র ৩৭টি আসনে।
কংগ্রেসের দাবি উড়িয়ে দিল কমিশন
EC rejects Cong's 'faulty EVM' charge, calls party's claims 'unfounded and baseless'
India Today's @aishpaliwal joins us for more on this newsbreak #7At7 #ECI #HaryanaElection2024 | @PreetiChoudhry pic.twitter.com/Xxfao29jy7
— IndiaToday (@IndiaToday) October 29, 2024
হরিয়ানায় এত আসনে এর আগে কখনও জেতেনি বিজেপি। অথচ ক মাস আগে লোকসভা নির্বাচনে হরিয়ানায় দশটি আসনের মধ্যে বিজেপি ও কংগ্রেস ৫টি করে আসনে জিতেছিল। বিজেপির ভোট ব্যাঙ্কে বড় ধস নেমেছিল। কৃষক আন্দোলন থেকে শুরু করে কুস্তিগীরদের প্রতিবাদ নিয়ে হরিয়ানায় বেশ চাপে ছিল বিজেপি। কিন্তু পরিস্থিতি একেবারে অনুকুলে পেয়েও খারাপ প্রার্থী বেছে, দলীয় কোন্দলে আত্মঘাতী গোল করে হরিয়ানায় হারে কংগ্রেস। তবে বিজেপি ক্ষমতায় ফিরলেও হরিয়ানায় এবারের বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। বিজেপি ও কংগ্রেস- দুটি দলই ৩৯ শতাংশ করে ভোট পায়। সাতটি আসনে কংগ্রেস প্রার্থীরা হারেন ৫০০-৮০০ ভোটের সামান্য ব্যবধানে। বেশ কিছু আসনে বিজেপির জয় হয় স্থানীয় দলগুলির ভোটব্যাঙ্কের সিংহভাগটা পেয়ে।
হরিয়ানা বিধানসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল
মোট আসন: ৯০
বিজেপি জয়ী: ৪৮
কংগ্রেস জয়ী: ৩৭
আইএনএলডি জয়ী: ২
নির্দল জয়ী: ৩