থানে, ৮ জুন: জল নিয়ে বচসার জেরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে গেলেন বৃদ্ধ (Elderly Man)৷ মহারাষ্ট্রের ( Maharashtra) থানের কল্যাণের এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
জানা যাচ্ছে, সম্প্রতি বছর ৮৫-র গজানন শিকন্দরের সঙ্গে বচসা শুরু হয় তাঁর ৮০ বছরের স্ত্রীর৷ জল নিয়ে বচসার জেরে কলপাড়ে প্রথমে স্ত্রীকে (Wife) থাপ্পড় মারেন ওই ব্যক্তি৷ এরপর বালতিসমেত নৃশংসভাবে স্ত্রীকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যান তিনি৷ সংশ্লিষ্ট ঘটনার সময় সেখানে হাজির ছিলেন গজানন শিকন্দরের নাতি৷ তিনিই ওই ঘটনার ভিডিয়ো শ্যুট করেন৷ যে ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হলেও, পরিবারের তরফে অভিযোগ দায়ের করার কোনও চেষ্টাই করা হয়নি৷ ভিডিয়ো দেখে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করে বছর পচাশির ওই বৃদ্ধের বিরুদ্ধে৷
আরও পড়ুন: Rhea Chakraborty: টাইমসের তালিকায় রিয়া চক্রবর্তী, উঠে এলেন কাঙ্খিত মহিলা হয়ে
বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে জোর আলোচনা শুরু হলে, সোমবার গজাননকে গ্রেফতারকরে পুলিশ (Police)৷ উল্লাশনগরের হিল লাইন থানার তরফেই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে৷ গজাননের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগ৷
জানা যাচ্ছে, ঘটনার পর ভিডিয়ো প্রকাশ্যে আসার পর শিবসেনার মহিলা শাখা গজাননের বাড়িতে যায় এবং সেখানেই শুরু করা হয় প্রতিবাদ৷