প্রতীকী ছবি (Photo credits: Twitter/ANI)

নয়াদিল্লি: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে থাকা আবহাওয়ার এল নিনো ও লা নিনা প্যার্টানের জন্যই প্রভাবিত হয় গোটা বিশ্বের জলবায়ু। এর মধ্যে লা নিনার কারণে আসে শীত আর এল নিনোর কারণে হয় গ্রীষ্মের বাড়বাড়ন্ত।

বিশেষজ্ঞরা বলছেন, এবার এল নিনো ওয়েদার প্যার্টানের জন্য এই বছর ভারতে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম হবেই বলে আশঙ্কা করা হচ্ছে।

নতুন বছরের তৃতীয় মাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বৃহস্পতিবার আমেরিকার সরকারি আবহাওয়া সংস্থাগুলি জানিয়েছে, এবছর গ্রীষ্মের শেষদিকে এল নিনোর প্রভাব প্রচণ্ডভাবে বৃদ্ধি। আর এর ফলে এই বছরে ভারতে বৃষ্টিপাতের উপর চরম প্রভাব পড়বে।

বিশেষজ্ঞরা বলছেন, এই বছর শীতের শেষ দিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপকূল সংলগ্ন সমুদ্রের জলের উপরের আবহাওয়া ছিল ঠাণ্ডা। ফলে এবার বৃষ্টিপাতের পরিমাণ কমবে। আরও পড়ুন: Period Blood Sold In Maharashtra: পাশবিক! বিবাহিত যুবতীকে ধর্ষণের পর রজঃস্রাবের রক্ত বিক্রির অভিযোগ মহারাষ্ট্রে