নয়াদিল্লি: কিছুদিন ধরেই প্রবল গণ্ডগোল চলছিল মণিপুরের (Manipur) বিভিন্ন জায়গায়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও উত্তেজনা রয়েছে। ঝামেলা যাতে আর না বাড়ে তার জন্য গোটা রাজ্যে ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। এই পরিস্থিতিতে মণিপুরে NEET (UG)-2023 পরীক্ষা স্থগিত রাখার (postponed) কথা ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে তারা। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাকি রাজ্যগুলিতে আগামীকাল পরীক্ষা হবে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং (MoS Education Dr Rajkumar Ranjan Singh) মণিপুরের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে পরীক্ষার দিন পরিবর্তন করার অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখেছিলেন ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে। তারপরই মণিপুরের যে পরীক্ষা কেন্দ্রগুলিতে NEET (UG)-2023 পরীক্ষা হওয়ার কথা ছিল সেখানে পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করল এনটিএ।
#ManipurViolence | NEET (UG)-2023 exam postponed for the candidates who were allotted examination Centres in Manipur and their exam will be held at a later date.
MoS Education Dr Rajkumar Ranjan Singh had written to NTA (National Testing Agency), requesting them to "explore the… pic.twitter.com/kerqx3mGC0
— ANI (@ANI) May 6, 2023
এপ্রসঙ্গে শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং বলেন, "মণিপুরে বর্তমান পরিস্থিতির জেরে ব্রডব্যান্ড (broadband) ও ইন্টারনেট (internet) পরিষেবা বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে পড়ুয়ারা NEET (UG)-2023 পরীক্ষায় বসতে পারছে না। তাই আমি এনটিএকে রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলিতে দিন পরিবর্তন বা স্থগিত রাখার অনুরোধ করেছিলাম। এনটিএ মণিপুরের কেন্দ্রগুলিতে পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | On #ManipurViolence, MoS Education & BJP MP from Manipur, Dr Rajkumar Ranjan Singh says, "Now the situation is improving. It's improving when the central paramilitary force and others to assist in resting the violence have already arrived in Manipur. They have started to… pic.twitter.com/aGeRmszBfx
— ANI (@ANI) May 6, 2023