লেহ, ৬ জুলাই: ফের কাঁপল (Earthquake) ভারত, এবার ভূস্বর্গের কাছাকাছি এলাকায় সোমবার সকালে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হল কার্গিল থেকে ৪১১ কিলোমিটার উত্তর পশ্চিমে। সিসমোলজি সেন্টারের রিপোর্ট বলছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.২। মাটি থেকে ১৫০ কিলোমিটার গভীরে ভূকম্পনের উপকেন্দ্র ছিল। সকাল সাতটা বেজে ২৮ মিনিটে কেঁপে ওঠে গোটা এলাকা। সিসমোলজি সেন্টারের রিপোর্ট অনুযায়ী লাদাখেই হয়েছে ভূকম্পন। ভূমিকম্পের উপকেন্দ্রটি কার্গিল থেকে ৪১১ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটি থেকে ১৫০ কিলোমিটার গভীরে অবস্থিত। আরও পড়ুন-COVID-19 Tracker Worldometers: দেশে কোভিড রোগী ৭ লক্ষ ছুঁই ছুঁই, বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় রাশিয়াকে পিছনে ফেলে তৃতীয় ভারত
এখনও পর্যন্ত এই কম্পনের জেরে কোনও রকম হতাহতের খবর মেলেনি। তবে গোটা এলাকা কেঁপে যেতেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এর আগে রবিবার ভোর ৩টে বেজে ৩৭ মিনিটে কার্গিলে ৪.৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। কার্গিল থেকে ৪৩৩ কিলোমিটার উত্তর পশ্চিমে ভূমিকম্পের উপকেন্দ্র। তবে এই ভূকম্পনের জেরেও কোনও হতাহতের খবর মেলেনি। সম্পত্তি হানিরও খবর নেই।