Earthquake Representative Photo (Photo Credits: X)

নয়াদিল্লিঃ রবিবার ভোরে ভূমিকম্পে (Earthquake)ঘুম ভাঙল অরুণাচল প্রদেশবাসীর (Arunachal Pradesh) । এদিন ভোর ৫টা বেজে ৬ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৮। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের উৎসস্থল ডিবাং ভ্যালির মাটির নীচে, ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

রবিবার দেশজুড়ে ভূমিকম্প, সকাল সকাল কেঁপে উঠল অরুণাচল প্রদেশ

উল্লেখ্য, শনিবারও ভূমিকম্পে কেঁপে ওঠে অরুণাচল প্রদেশ। এদিন ডিবাং ভ্যালি সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে কম্পন ছড়িয়ে পড়ে। অন্যদিকে, শনিবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার উত্তরের সুমাত্রা দ্বীপ। সেখানে কম্পনের মাত্রা ছিল ৪.৬। রাত ২টো বেজে ৫০ মিনিটে হানা দেয় এ ভূমিকম্প। কম্পন ছড়িয়ে পড়ে মাটির নীচে প্রায় ৫৮ কিলোমিটার গভীরে।এছাড়া শনিবার ভূমিকম্প অনুভূত হয় মায়ানমারে। সেখানে কম্পনের মাত্রা ছিল ৪.৬। এ ছাড়া ভূমিকম্পে দুলে ওঠে আফগানিস্তানও। সেখানে আবার কম্পনের মাত্রা ছিল ৪.৫। তবে সেভাবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভোরবেলা ভূমিকম্পে দুলে উঠল অরুণাচল প্রদেশ, কম্পনের মাত্রা কত?