Earthquake Alert on Mobile: আচমকা চারিদিক কেঁপে ওঠা অনুভব করতে হবে না আর। অর্থাৎ ভূমিকম্প আসার আগেই আপনি জানতে পারবেন আপনার এলাকায় ভূমিকম্প আসতে চলেছে। ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাসকারী স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে আগেভাগেই চলে যাবে সতর্কবার্তা। আপনার হাতে মুঠোফোন থাকলেই আপনি পাবেন এই সুবিধা।
সম্প্রতি এই নতুন প্রযুক্তির উদ্ধাবন করেছেন কিছু গবেষক মিলে। এই প্রযুক্তির ফলে ভূমিকম্প আসার আগেই ওই নির্দিষ্ট অঞ্চল বসবাসকারী স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করে দেওয়া হবে। যাতে তাঁরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। ভাবছেন কীভাবে সম্ভব? জেনে নিন তাহলে।
ভূমিকম্পের আগেই পাবেন সতর্কবার্তা
২০২০ সালে অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা (AEA) ব্যবস্থা নামে একটি বিশেষ প্রযুক্তি চালু করেছিল গুগল। কিন্তু এই প্রযুক্তিটি ছিল বেশ ব্যয়বহুল। তাই এবার নতুন করে ভূমিকম্প অ্যালার্ট প্রযুক্তি চালু করেছে কিছু বিজ্ঞানীর দল। যা তুলনামুলক অনেক সস্তা ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। তবে কেবল অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের কাছেই আসবে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা। আইফোনের ক্ষেত্রে এখনও এই ফিচার চালু হয়নি।
বর্তমানে ৯৮টি দেশের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই সিস্টেমটি সক্রিয় রয়েছে। এখনও পর্যন্ত ২.৫ বিলিয়ন মানুষকে পরিষেবা দিয়েছে এই প্রযুক্তি। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এই সিস্টেমটি ৯৮টি দেশে গড়ে ৩১২টি ভূমিকম্প রেকর্ড করেছে। রিখটার স্কেলে যার মাত্রা ১.৯ থেকে ৭.৮ পর্যন্ত ছিল। আশ্চর্যজনকভাবে, এই সিস্টেমের মাধ্যমে সতর্কতা প্রাপ্ত ৮৫% মানুষই কম্পন অনুভব করেছেন। তবে এর মধ্যে ৩৬% মানুষ ভূমিকম্পের আগে সতর্কবার্তা পেয়েছিলেন। ২৮% কম্পনের সময় সতর্কতা পেয়েছিলেন এবং ২৩% কম্পনের পরে সতর্কতা পেয়েছিলেন।