পৃথিবীর জন্য একটা ঘণ্টা। অপ্রয়োজনীয় আলো ও অন্য বৈদুতিক যন্ত্র এক ঘণ্টার জন্য বন্ধ রেখে শক্তি সঞ্চয় করে পৃথিবীর জন্য ভাল কিছু করা। ২৩ মার্চ, রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা। বিশ্বজুড়ে মোট ১৯২টি দেশ এক ঘণ্টা অন্ধকারে থাকা শুরু করেছে। পরিবেশ বাঁচানোর আর্তি নিয়ে দুনিয়াজুড়ে পালিত হচ্ছে 'আর্থ আওয়ার'। স্থানীয় রাত সাড়ে আটটা থেকে ৬০ মিনিটের জন্য আলো বন্ধ করে আঁধারে থাকার মাধ্যমে পালিত হয় আর্থ আওয়ার। বিশ্ব উষ্ণায়ন রোধ, পরিবেশ সচেতনার কথা মাথায় রেখে পালিত হয় এই দিনটি। গোটা বিশ্বের বিভিন্ন বড় শহর লস অ্যাঞ্জেলস, লন্ডন, রোম, সিঙ্গাপুর, হংকয়ের সঙ্গে মুম্বই, দিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরে কিছু জায়গায় রাত সাড়ে ৮টা থেকে এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হল আলো। শক্তি সংরক্ষণের গুরুত্ব বোঝাতে এই উদ্যোগ ২০০৭ সাল থেকে নিয়ে আসছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড।
গত বছর আর্থ আওয়ারে এক ঘণ্টা আলো বন্ধ রাখার জন্য দিল্লিতে ২৯৭ মেগাওয়েট বিদ্যুতের সাশ্রয় হয়েছিল। আর্থ আওয়ারের সবচেয়ে বেশী সুফল পায় নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ। আর্থ আওয়ারের কল্য়াণে সেকানে ১৩ শতাংশ বিদুতের সাশ্রয় হয়।
দেখুন হাওড়া ব্রিজে আর্থ আওয়ার পালন
#WATCH | 'Earth Hour' being observed in Kolkata as lights at the iconic Howrah bridge are turned off to conserve energy pic.twitter.com/EyhRp4W3Jw
— ANI (@ANI) March 23, 2024
দেখুন বাকিংহ্যাম প্য়ালেসে রাজপ্রাসাদের ভিডিয়ো
🌍 At 8.30pm tonight the lights at Buckingham Palace and Windsor Castle will be switched off in support of #EarthHour. The initiative is being organised by @WWF to raise awareness of environmental issues.
Join us for 60 minutes and give an hour for Earth.#BiggestHourforEarth pic.twitter.com/pXBXoC82hg
— The Royal Family (@RoyalFamily) March 23, 2024
দেখুন দিল্লির ইন্ডিয়া গেটের আর্থ আওয়ারের ভিডিয়ো
#WATCH | Delhi: Lights at India Gate turned off to observe #EarthHour pic.twitter.com/l6eq5CMz4n
— ANI (@ANI) March 23, 2024
দেখুন মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাসের ভিডিয়ো
#WATCH | Lights switched off at Mumbai's Chhatrapati Shivaji Maharaj Terminus for an hour from 8.30 pm to 9.30 pm to mark the #EarthHour pic.twitter.com/5Iudz6mMPj
— ANI (@ANI) March 23, 2024
দেখুন অক্ষরধাম মন্দিরে আর্থ আওয়ার পালন
#WATCH | Lights switched off at Mumbai's Chhatrapati Shivaji Maharaj Terminus for an hour from 8.30 pm to 9.30 pm to mark the #EarthHour pic.twitter.com/5Iudz6mMPj
— ANI (@ANI) March 23, 2024
পরিবেশ বাঁচানো, জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি রক্ষায় সচেতনতা বাড়ানোর জন্য প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় এই আর্থ আওয়ার। একটি দিন বিশ্বের সমস্ত দেশে এক ঘণ্টার জন্য সমস্ত আলো তথা বৈদ্যুতিন যন্ত্রাদি, মেশিন বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হয়।