প্রতীকী ছবি (Photo Credits: Getty Images)

জয়পুর, ১৩ অগাস্ট: রাজস্থানের জয়পুরের এক রেস্তোরাঁয় ঢুকে মদ্যপ বিমানসেবিকার অসভ্যতা। অভিযোগ, তিন বন্ধুকে নিয়ে মদ্যপ অবস্থায় ঢুকে অশ্রাব্য ভাষায় চিৎকার করতে থাকে সেই বিমানসেবিকা। তাতে বাধা দিলে দুজনের ওপর চড়াও হয় প্রাচী সিং নামের সেই বিমানসেবিকা ও তার বন্ধুরা। ঘটনাটি ঘটেছে জয়পুরের অভিজাত সিদ্ধি ক্যাম্প এলাকায়।

পুলিশের কাছে অভিযোগ, মদ্যপ অবস্থায় রেস্তোরাঁয় ঢুকে চেয়ারে পড়ে যান সেই বিমানসেবিকা। তাকে ধরাধরি করে বন্ধুরা বসানোর পর অশ্রাব্য ভাষার ব্যবহার করতে থাকেন তিনি ও তাঁর বন্ধুরা। চারজনেই মদ্যপ ছিলেন বলে অভিযোগ। এরপর রেস্তোরাঁয় অন্য টেবিলে বসা পরিবারের সঙ্গে বচসায় জড়ান সেই বিমানসেবিকা ও তার বন্ধুরা। বচসার পর রেস্তোরাঁ থেকে বেরিয়ে এসে সেই পরিবারের গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে সেই মদ্যপ বিমানসেবিকার বিরুদ্ধে। আরও পড়ুন-বাসভবনে তিরঙ্গা উত্তোলন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর স্ত্রী

রেস্তোরাঁ কর্তৃপক্ষ ও সেই পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাচী সিং, তাঁর স্বামী কার্তিক চৌধুরী, বিকাশ খান্ডেলওয়াল, নেহা-এই চারজনকে গ্রেফতার করে পুলিশ। তারা এখন জামিন পেয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখার পর অভিযোগ বিমানসেবিকার বিরুদ্ধে অভিযোগ জানানো বিশাল দুবে ও আরিয়া নামের দুজনকেও গ্রেফতার করে পুলিশ। তারাও জামিন পেয়েছেন। পুলিশ জানিয়েছে এখনও তদন্ত চলছে।