Representational Image (Photo Credits: Pixabay)

দিওয়ালির মধ্যে দিল্লি-এনসিআরের (Delhi NCR) বিভিন্ন এলাকায় রাজস্ব গোয়েন্দা অধিদফতরের তল্লাশি অভিযানে উদ্ধার একাধিক বেআইনি মাদক ও মাদকজাত দ্রব্য। জানা যাচ্ছে, গাঁজা, হেরোইণ, কোকেইন সহ একাধিক মাদকজাত দ্রব্য উদ্ধার করা হয়েছে। এই তল্লাশি অভিযানে গ্রেফতার হয়েছে ২৬ জন। যাঁদের মধ্যে সকলেই বিদেশী নাগরিক। উৎসবের আবহে দিল্লিতে এই প্রথম মাদক চোরাচালানকারীদের এতবড় নেটওয়ার্ক ভেঙে দিল ডিআরআই আধিকারিকরা। যদিও এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

কয়েক কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে

জানা যাচ্ছে, গত ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলে এই তল্লাশি অভিযান। যাতে ১৬.২৭ কেজি অ্যাম্ফিটামিন, ৭.৯ কেজি কোকেইন, ১.৮ কেজি হেরোইন, ২.১৩ কেজি গাঁজা এবং ১১৫.৪২ কেজি মাদক বানানোর রাসায়নিক সামগ্রী জব্দ করেছেন রাজস্ব গোয়েন্দা অধিদফতরের আধিকারিকরা। এই মাদকদ্রব্যগুলির আন্তর্জাতিক স্তরে আনুমানিক বাজারদর ১০৮.৮১ কোটি টাকা।

তদন্ত জারি রেখেছে পুলিশ

জানা যাচ্ছে, এরমধ্যে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক মাদকজাত দ্রব্য। অভিযুক্তদের ইতিমধ্যেই দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁদের জেরা করে এই চক্রের বাকিদের খোঁজে হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।