Manmohan Singh (Photo Credit: File Photo)

দিল্লি, ২৭ ডিসেম্বর: দিল্লির (Delhi) এইমসে (AIIMS) ৯২ বছরে চলে গেলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। রিপোর্টে প্রকাশ, শনিবার শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। জানা যাচ্ছে, শনিবার দিল্লিতে মনমোহন সিংয়ের শেষ যাত্রা সম্পন্ন হবে। এ বিষয়ে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল শিগগিরই বিবৃতি প্রকাশ করবেন।

আরও পড়ুন: Dr Manmohan Singh Dies: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা নরেন্দ্র মোদীর, শোক যাত্রায় সামিল শাহ, নাড্ডারাও

 

বৃহস্পতিবার রাতে এইমস থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ দিল্লিতে ৩ মোতিলাল নেহেরু মার্গের বাসভবনে নিয়ে আসা হয়। সাধারণ মানুষ যাতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে বলে খবর। ফলে শুক্রবার সারাদিন দিল্লিতে মোতিলাল নেহেরু মার্গের বাড়িতে মনমোহন সিংয়র মরদেহ শায়িত থাকবে বলে খবর।

১৯৩২ সালে পাঞ্জাবে জন্ম হয় মনমোহন সিংয়ের। ২০০৪ সালে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেন। ২০১৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন।