মুম্বই, ৮ জুলাই: মঙ্গলবার বাবা সাহেব আম্বেদকরের বাড়িতে ভাঙচুর চালালো দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের দাদারের হিন্দু কলোনিতে। সেখানেই রয়েছে ডক্টর বি আর আম্বেদকরের রাজগুরুহা হাউস (rajguruha residence)। জানা গিয়েছে, দুষ্কৃতীরা বাড়ি সিসিটিভি ক্যামেরাও ভেঙে দিয়েছে। বাড়ির জানলা দরজায় পাথর ছুঁড়ে সম্পত্তি নষ্ট করেছে। বাবা সাহেব আম্বেদকরের বাড়িতে ভাঙচুর চলছে। এই খবর পেয়েই রাজগুরুহার উদ্দেশে রওনা দেয় পুলিশ। ভাঙচুরের দৃশ্য সিসিটিভি ক্যামেরায় বন্দিহতে পারে। তা থেকে দুষ্কৃতীদের চিনতে সুবিধা হবে পুলিশের। তাই আগেভাগেই তা ভাঙা হয়েছে। রাজগুরুহা বাড়িটি বাবা সাহেব আম্বেদকরের স্মৃতি রক্ষার্থে রয়েছে। দুষ্কৃতীদের ধরতে তদন্তে শুরু করেছে পুলিশ। আরও পড়ুন-Lockdown in Containment Zones: বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাজ্যের সব কনটেনমেন্ট জোনে ফের লকডাউনের ঘোষণা নবান্নের
Mumbai: Premises of Dr BR Ambedkar's house 'Rajgruha' was vandalised by unidentified persons, earlier today. CCTV cameras were also damaged. Police at the spot. #Maharashtra pic.twitter.com/mV7uuDCFCv
— ANI (@ANI) July 7, 2020
প্রাচীন বৌদ্ধ রাজধানীর নামেই বাবা সাহেব আম্বেদকরের বাড়ির নাম রাখা হয় রাজগুরুহা। এই রাজগুরুহা-তে ১৫-২০ বছর বাস করেছিলেন বি আর আম্বেদকর। তিনতলা বাড়ির একতলাতে তাঁর স্মৃতিতে একটি মিউজিয়াম রয়েছে। তাঁর সময়কালে এই বাড়িতে প্রায় ৫০ হাজারেরও বেশি বই সংরক্ষণ করেছিলেন আম্বেদকর। নিজের ব্যক্তিগত গ্রন্থাগারে এত বই, বিশ্বে একমাত্র তাঁর কাছেই ছিল। বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু পর্যন্ত সেই রেকর্ড কেউ ভাঙতে পারেননি।