নতুন দিল্লি, ৫ মে: আর মাত্র কটা দিন পরেই দিল্লির ৭টি লোকসভা আসনে ভোট। ঠিক তার আগে দলবদলে বিজেপি-তে যোগ দিয়েছেন দিল্লি কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং লাভলি। লাভলি-র দলবদলের ঠিক পরেই দিল্লি কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি হিসেবে প্রাক্তন বিধায়ক দেবেন্দার যাদব (Devender Yadav)-কে নিয়োগ করল কংগ্রেস হাইকমান্ড।
উত্তরাখণ্ডের দায়িত্বে থেকে ভাল কাজ করায় দেবেন্দার-কে দিল্লির দায়িত্ব দেওয়া হল। অজয় মাকেন, সন্দীপ দিক্ষীত-দের দিকে না তাকিয়ে তরুণ নেতা দেবেন্দার-কেই দিল্লিতে কংগ্রেসের মাথায় বসানো হল। আপ-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ও দল প্রার্থী না করার ক্ষোভে কংগ্রেস ছেড়ে গতকাল, শনিবার বিজেপিতে যোগ দেন লাভলি।
দেখুন খবরটি
#WATCH | DPCC interim President #DevenderYadav takes charge as #Delhi Congress President
(📹 ANI )
Track all the latest updates here: https://t.co/hMfOeLOLaP pic.twitter.com/J59EAq5RMy
— Hindustan Times (@htTweets) May 5, 2024
আপের সঙ্গে জোট গড়ে সাতটির মধ্যে কংগ্রেস এবার দিল্লিতে তিনটি লোকসভা আসনে লড়ছে। সেই তিন আসনে কংগ্রেস প্রার্থীরা হলেন- কানহাইয়া কুমার (উত্তর পূর্ব দিল্লি), উদিত রাজ (উত্তর পশ্চিম দিল্লি ) ও জয়প্রকাশ আগরওয়াল (চাঁদনি চক)।