Rahul Gandhi on Congress Manifesto (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৫ মে: আর মাত্র কটা দিন পরেই দিল্লির ৭টি লোকসভা আসনে ভোট। ঠিক তার আগে দলবদলে বিজেপি-তে যোগ দিয়েছেন দিল্লি কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং লাভলি। লাভলি-র দলবদলের ঠিক পরেই দিল্লি কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি হিসেবে প্রাক্তন বিধায়ক দেবেন্দার যাদব (Devender Yadav)-কে নিয়োগ করল কংগ্রেস হাইকমান্ড।

উত্তরাখণ্ডের দায়িত্বে থেকে ভাল কাজ করায় দেবেন্দার-কে দিল্লির দায়িত্ব দেওয়া হল। অজয় মাকেন, সন্দীপ দিক্ষীত-দের দিকে না তাকিয়ে তরুণ নেতা দেবেন্দার-কেই দিল্লিতে কংগ্রেসের মাথায় বসানো হল। আপ-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ও দল প্রার্থী না করার ক্ষোভে কংগ্রেস ছেড়ে গতকাল, শনিবার বিজেপিতে যোগ দেন লাভলি।

দেখুন খবরটি

আপের সঙ্গে জোট গড়ে সাতটির মধ্যে কংগ্রেস এবার দিল্লিতে তিনটি লোকসভা আসনে লড়ছে। সেই তিন আসনে কংগ্রেস প্রার্থীরা হলেন- কানহাইয়া কুমার (উত্তর পূর্ব দিল্লি), উদিত রাজ (উত্তর পশ্চিম দিল্লি ) ও জয়প্রকাশ আগরওয়াল (চাঁদনি চক)।