Did Shaktikanta Das Endorse an Investment (Photo Credits: X)

নয়াদিল্লি, ৮ জুলাইঃ প্রতারকদের নতুন ফাঁদ। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শক্তিকান্ত দাসের (Shaktikanta Das) ভুয়ো ভিডিও দ্বারা প্রতারণামূলক বিনিয়োগ প্রকল্পে প্রলুব্ধ করা হচ্ছে আমজনতাকে। কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) সাহায্যে তৈরি করা এমন কয়েকটি ভিডিও দিন কয়েক ধরেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সরকারি প্রকল্পের নাম করে টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণামূলক বিনিয়োগ প্রকল্পে সঙ্গে যুক্ত হতে বলা হচ্ছে। কোথাও বলা হচ্ছে ২১,০০০ বিনিয়োগ করলে রোজ ১ লক্ষ টাকা আয় করতে পারবেন। তো আবার কোথাও বলা হচ্ছে ২১,০০০ বিনিয়োগ করলে ১০ লক্ষ টাকা আয় হবে রোজ। কোন ভিডিওতে আবার ১৫ লক্ষ টাকার টোপ দেওয়া হচ্ছে।

২১,০০০ টাকা বিনিয়োগ করে দিনে ১০ লক্ষ টাকা আয়!

ওই সমস্ত ভিডিওর ফাঁদে পা দিয়ে সাধারণ মানুষ যাতে প্রতারকদের খপ্পরে না পড়েন তার জন্যে পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) সত্য সামনে এনেছে। সতর্ক করেছে দেশবাসীকে।

একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) একটি বিনিয়োগ প্রকল্পের প্রচার করছেন। তাঁকে বলেতে শোনা যাচ্ছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রক দ্বারা অনুমোদিত এই প্রকল্পে ২১,০০০ টাকা বিনিয়োগ করলে ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত দৈনিক লাভের সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর ভিডিও দিয়ে কারসাজি

আরবিআই-এর প্রাক্তন গভর্নর এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শক্তিকান্ত দাসের (Shaktikanta Das) একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেও তাঁকে একটি বিনিয়োগ প্রকল্পের প্রচার করতে দেখা গিয়েছে। সেই প্রকল্প ২১,০০০ টাকার বিনিয়োগে ১০ লক্ষ টাকা আয়ের প্রতিশ্রুতি দিচ্ছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শক্তিকান্ত দাসের ভিডিও দিয়ে কারসাজি

এই সমস্ত ভাইরাল ভিডিও থেকে সাধারণ মানুষকে সতর্ক করে পিআইবি ফ্যাক্ট চেক (;PIB Fact Check) জানিয়েছে, ডিজিটালভাবে কারসাজি করে এই সমস্ত ভিডিও বানানো হয়েছে। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বা ভারত সরকার এই ধরনের কোনও প্রকল্প চালু বা অনুমোদন করেনি।