চেন্নাই, ১৯ জুন: তামিলনাড়ুর ( Tamil Nadu) ভান্ডালুরের আরিগনার আন্না চিড়িয়াখানায় এবার ৪টি সংহের শরীরে মিলল করোনার ডেল্টা প্রজাতির সন্ধান। করোনা আক্রান্ত ওই ৪ সিংহের (Lion) নমুনা ভোপাল থেকে পরীক্ষা করিয়ে নিয়ে আসার পর জানা যায়,তাদের শরীরে ডেল্টা প্রজাতির সংক্রমণ ঘটেছে। যা নিয়ে কপালে ভাঁজ পড়তে শুরু করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের।
গত ৩ জুন তামিলনাড়ুর ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সেখানকার ৯ সিংহের করোনায় আক্রান্ত হওয়ার খবর। ভোপালে নমুনা পরীক্ষা করতে পাঠানো হলে, সেখান থেকেই জানানো হয় ৪ সিংহের ডেল্টা (Delta) সংক্রমণের রিপোর্ট।
আরও পড়ুন: Coronavirus Third Wave: 'করোনার তৃতীয় ঢেউ অনিবার্য, ভারতে আছড়ে পড়তে পারে ৬-৮ সপ্তাহের মধ্যে'
ওই খবর প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। এদিকে ডেল্টার পর বর্তমানে ডেল্টা প্লাস নামে আরও একটি নয়া প্রজাতির আগমন ঘটেছে। চলতি বছর মার্চ মাসে ইউরোপে ওই প্রজাতির সন্ধান মেলে। ডেল্টা প্লাস (Delta Plus) কতটা ভয়ঙ্কর, তা নিয়ে পরীক্ষা নীরিক্ষা চলছে বলে জানানো হয় কেন্দ্রের তরফে।