পথ দুর্ঘটনার পর খুনের চেষ্টা। বুধবার জম্মুর (Jammu) রাস্তায় ঘটে গেল এমনই এক মর্মান্তিক ঘটনা। এক বৃদ্ধ স্কুটি নিয়ে গ্রিন বেল্ট পার্ক এলাকায় ট্রাফিক নিয়ম মেনেই যাচ্ছিলেন। তবে উল্টোদিক থেকে কালো রঙের একটি থার গাড়ি ওভারটেক করার জন্য উল্টো লেনে ঢুকে পড়েছিল। আর তাতেই ঘটে বিপত্তি। চারচাকার গতি এতটাই বেশি ছিল যে সজোরে স্কুটিকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। তবে অল্পের ওপরে চোট লাগায় বছর ৬৫-এর ওই বৃদ্ধ দাঁড়িয়ে প্রতিবাদ করেন। আর তাতেই ঘটল আরও বড় বিপত্তি। ঘাতক গাড়ির চালক ২০ বছরের মনন আনন্দ রিভার্সে এসে সজোরে ধাক্কা মারে বৃদ্ধকে। এরপর গাড়ি থেক নেমে আঙুল উচিয়ে সাহায্যকারীদের হুমকি দিয়ে বেরিয়ে যায়।

গ্রেফতার ২

বর্তমানে আহত ব্যক্তি ভর্তি সরকারি হাসপাতালে। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই তদন্তে নামে পুলিশ। যদিও পরিবারের অভিযোগ, থানায় এফআইআর দায়ের হলেও প্রথমে কোনও পদক্ষেপ নিচ্ছিল না পুলিশ। পরে সংবাধমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেন তাঁরা। ইতিমধ্যেই মননকে গান্ধী নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে গাড়ির মালিক যুবকের বাবাকেও।

দেখুন ভিডিয়ো

গুরুতর আহত বৃদ্ধ

হাসপাতাল সূত্রে খবর, বৃদ্ধের মাথায়, পিঠে, বুকে গুরুতর চোট লেগেছে। বর্তমানে সে আইসিইউতে ভর্তি। পরিবারের অভিযোগ, ওই যুবক কোনও পূর্ব পরিচিত ছিলেন না। ঘটনার পর অভিযুক্ত গাড়ি থেকে নেমে বৃদ্ধকে হুমকি দেন এবং যদি তাঁকে কেউ সাহায্য করতে আসে, তাহলে তাঁদেরও এই হাল হবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায়।