নতুন দিল্লি, ১১ মে: বিদ্যুৎ মন্ত্রকের কর্মীর শরীরে কোভিড-১৯ পজিটিভ। সংক্রমণ এড়াতে সোমবার দিল্লির শ্রম শক্তি ভবন (Shram Shakti Bhawan) বন্ধ করে দেওয়া হল। এই ভবনেই রয়েচে বিদ্যুৎ মন্ত্রকের অফিস। সংস্থার তরফে জানানো হয়েছে, সুরক্ষার কারণেই বন্ধ শ্রম শক্তি ভবন। ভবনের কর্মীরা আপাতত বাড়িতে থেকে কাজ করবেন। যতক্ষণ না পরবর্তী কোনও বিজ্ঞপ্তি জারি হচ্ছে। গত সপ্তাহে এভাবেই দিল্লির শাস্ত্রী ভবন বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার আইন বিভাগের এক কর্তা কোভিড-১৯ পজিটিভ হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১ তারিখে তাঁর লালরসের রিপোর্ট আসে। এর আগে গত ২৩ এপ্রিল তিনি শাস্ত্রী ভবন পরিদর্শনে এসেছিলেন। আরও পড়ুন- COVID-19 Cases In India: রবিবার নতুন করে আক্রান্ত ৪ হাজার ২১৩ জন, দেশে মোট কোভিড-১৯ পজিটিভ রোগী ৬৭ হাজার ১৫২
Delhi: Shram Shakti Bhawan has been sealed as per protocol, after an employee in the Ministry of Power, whose office is the building tested positive for #COVID19. All employees has been advised to work from home, till further notice. pic.twitter.com/eq6UScvxgD
— ANI (@ANI) May 11, 2020
এরপর সুরক্ষার কারণে ও কর্মীদের সুস্থতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে শাস্ত্রী ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। রবিবার দিনভর নতুন করোনা আক্রান্তের সংখ্যায় (India's COVID-19 tally) রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১৩ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা পজিটিভ ৬৭ হাজার ১৫২। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশে করোনায় মোট মৃত ২ হাজার ২০৬। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ৪৪ হাজার ২৯ জন। ২০ হাজার ৯১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দিল্লিতে রবিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৬ হাজার ৯২৩। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, রাজ্যের ৭৫ শতাংশ করোনা রোগীর কোনও উপসর্গ নেই, বা মৃদু উপসর্গ রয়েছে। তাঁরা বাড়িতে সুস্থ হচ্ছেন। তিনি বলেন, নতুন গাইড লাইন অনুসারে, যাঁদের শরীরে করোনার উপসর্গ নেই, বা মৃদু উপসর্গ রয়েছে, তাঁদের হসপিটালে থাকার প্রয়োজন নেই।