Delhi Witnessing Third COVID-19 Wave: করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ-এ বিধ্বস্ত দিল্লি, একদিনে সর্বাধিক হল আক্রান্তের সংখ্য়া
Delhi CM Arvind Kejriwal (Photo Credits: ANI)

নয়াদিল্লি, ৪ নভেম্বর: টানা তিন বার। এবার তৃতীয়বারের জন্য় করোনা (COVID-19 ) সংক্রমণের ঢেউ আছড়ে পড়ল দিল্লিতে। বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) জানলেন এই তথ্য। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী দিল্লিবাসীকে আশ্বস্ত করে অযথা আতঙ্কিত না হওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, সমগ্র পরিস্থিতির উপর তিনি সবসময়ই নজর রাখছেন। কোভিড-১৯ সংক্রমণের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে খুব শীঘ্রই একটি পর্যবেক্ষক বৈঠক করবেন অরবিন্দ কেজরিওয়াল। পড়ুন:US Presidential Election 2020 Results: প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, "গত কয়েকদিনে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সংক্রমণের সংখ্যা। তৃতীয় বারের জন্য আবারও সংক্রমণের পারদ চরছে রাজধানীতে। সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের শুরুতে দ্বিতীয়বারের জন্য করোনা-ঝড় দেখা দিয়েছিল দিল্লিতে। কিন্তু এরপর দৈনিক সংক্রমণ ৩ হাজারের নীচে নেমে গিয়েছিল।" মঙ্গলবার একদিনে করোনা সংক্রমণের সংখ্যা ছুঁয়েছিল ৬,৭২৫।

৩০ অক্টোবর নতুন করে ৫,৮৯১ জন করোনা সংক্রমিত হয়। যদিও সেবারও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন, কোভিড-১৯ চিকিৎসার জন্য প্রয়োজনীয় বেড রয়েছে দিল্লি হাসপাতালে। মঙ্গলবার করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ছুঁয়েছে ৪,০৩,০৯৬। মৃতের সংখ্যা ৬,৬৫২। নতুন করে ৪৮ জনের মৃত্যুর খবর মিলেছে।