Monsoon (Photo Credit: X)

Delhi Artificial Rain: এবার ভারতেও ঢুকে পড়ছে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে হওয়া কৃত্রিম বৃষ্টি। দেশের রাজধানী শহর দিল্লিতে আগামী ৪ জুলাই থেকে এক সপ্তাহের জন্য হবে পরীক্ষামূলক কৃত্রিম বৃষ্টি। এমন কথাই জানালেন দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা। কৃত্রিম বৃষ্টি বা আর্টিফিসিয়াল রেন হলো মানুষের তৈরি একটি প্রক্রিয়া যার মাধ্যমে মেঘে রাসায়নিক উপাদান ছড়িয়ে বৃষ্টি নামানো হয়। ২০০৮ বেজিং গ্রীষ্মকালীন অলিম্পিকে সময় মেঘ ছড়িয়ে বৃষ্টি ঠেকাতে ব্যবহার করা হয়েছিল।

দিল্লির বায়ুদূষণ কমাতেই পরীক্ষামূলকভাবে হচ্ছে কৃত্রিম বৃষ্টি

দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্যে হতে চলেছে আর্টিফিসিয়াল বৃষ্টি। আইআইটি কানপুর ও আইএমডি পুণের যৌথ উদ্যোগে এমন কৃত্রিম বৃষ্টি নামতে চলেছে দিল্লির বিভিন্ন জায়গায়। দিল্লির আবহাওয়া কেমন থাকে তার ওপর নির্ভর করে হবে এই কৃত্রিম বৃষ্টি। দিল্লিতে পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যেই এই কৃত্রিম বৃষ্টি নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। এই পরীক্ষা সফল হলে দিল্লিতে দূষণহীন বাতাস মিলবে বলে আশা করা হচ্ছে।

দিল্লিতে নামবে কৃত্রিম বৃষ্টি

কীভাবে হয় কৃত্রিম বৃষ্টি

কীভাবে হয় কৃত্রিম বৃষ্টি? সাধারণত সিলভার আয়োডাইড (Silver Iodide), পটাসিয়াম আয়োডাইড, বা সাধারণ লবণ (Sodium Chloride) মেঘে ছড়ানো হয়। বিমান, হেলিকপ্টার বা রকেটের মাধ্যমে এই রাসায়নিক পদার্থগুলি মেঘের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। এই উপাদনগুলি মেঘের জলকণাগুলিকে একত্রিত হতে সাহায্য করে। এর ফলে মেঘ ভারী হয়ে বৃষ্টি নামে।