ধর্ষণে অভিযুক্ত শিশু ও মহিলা দফতরের বরখাস্ত আধিকারিক প্রমোদয় খাখা এবং তার স্ত্রীকে বিচারাধীন হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দিল্লির আদালত।দিল্লি তিস হাজারি আদালতের অতিরিক্ত দায়রা বিচারক রিচা পারিহার অভিযুক্তদের ৬ সেপ্টেমবর পর্যন্ত জুডিশিয়াল কাস্টডির নির্দেশ দেন।
সোমবার ডেপুটি কমিশনার অফ পুলিশ সাগর সিং খালসি জানিয়েছিন, খাখার স্ত্রী নির্যাতিতাকে হুমকি দিয়েছিলেন এবং মহিলাকে গর্ভপাত করানোর কথা বলেছিলেন।মঙ্গলবার দিল্লি পুলিশ জানিয়েছিল যে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে এক দিনের বিচারাধীন হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত।
নিজের বন্ধুর মেয়েকে ধর্ষণ এবং সে গর্ভবতী হয়ে পড়লে তাকে গর্ভপাত কারনোর জন্য চাপ দিতে থাকে অভিযুক্তর স্ত্রী সীমা রানী। দিল্লি পুলিশের তরফে পকসো আইন সহ আরও অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে।
Suspended Delhi Govt official, wife sent to judicial custody till Sep 6 in minor rape case
Read @ANI Story | https://t.co/66f1WspUQq#PremodayKhakha #Delhi #JudicialCustody #burari pic.twitter.com/ZfVyq1HFtG
— ANI Digital (@ani_digital) August 23, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)