প্রতীকী ছবি

ঠান্ডা থেকে বাঁচতে আগুনের খন্ড নিয়ে শুয়েছিলেন দিল্লির এক বাউন্সার। কিন্তু সেই আগুনের আঁচেই প্রাণ গেল তাঁর। দিল্লির নিউ মঙ্গলাপুরী এলাকায় তার ঘরে রাখা একটি জ্বলন্ত কয়লা ব্রেজিয়ার (অঙ্গিথি) থেকে আগুন লেগে ঘুমের মধ্যে পুড়ে মারা গেছেন ওই যুবক।  ভিনি অরোরা নামে নিহত ব্যক্তিকে নিউ মঙ্গলাপুরীর অঙ্গনওয়ারি ওয়ালি গালির নিচতলায় তার ঘরে পোড়া অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় ফতেপুর বেরি পুলিশ ঘটনার বিষয়ে একটি পিসিআর কল পায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের এক কর্মকর্তা জানান- ৩৬ বছর বয়সী ওই বাউন্সার যুবকের বাড়ির দরজাটি ভেতর থেকে লাগানো ছিল, আগুনের আঁচে তা ভেঙে গেছে। এছাড়া ঘরের চেয়ার ও জামাকাপড়ও আগুনে পুড়ে গেছে। এই সমস্ত পোড়া জিনিসপত্রের মাঝে মেঝেতে মৃত যুবককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। দিল্লি ফায়ার স্টেশনের একটি দল এবং একটি ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছেছে। সেন্ট্রালাইজড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ট্রমা সার্ভিসেস (সিএটিএস) অ্যাম্বুলেন্সকে ডাকা হয়েছিল, এবং তাদের কর্মীরা যুবককে মৃত ঘোষণা করেছে। পুলিশ জানান মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে।