স্বাধীনতা দিবসের রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা দিল্লির (Delhi Road Accident) মোতিনগরে। একটি নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। ঘটনার পর পালিয়ে যায় গাড়ির চালক। তল্লাশি অভিযান শুরু করলে শনিবার রাতে লুধিয়ানা থেকে গ্রেফতার হয় অভিযুক্ত। ধৃত ব্যক্তির নাম অমরিন্দর সিং (২৫)। পেশায় সে একজন ব্যবসায়ী। পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে গাড়িটিকে। পুলিশি জেরায় সে স্বীকার করেছে, গাড়ি চালানোর সময় সে মদ্যপ ছিলেন এবং গাড়ির মধ্যে একটি মদের বোতলও ছিল। সেই কারণেই দুর্ঘটনার পর গাড়ি থেকে উদ্ধার হয় মদের বোতলটি।
গাড়িটিও অল্পবিস্তর ক্ষতিগ্রস্থ হয়
পুলিশসূত্রে খবর, গত বৃহস্পতি ও শুক্রবারের রাতে মোতিনগরের প্যাটেল রোডের ঝুলেলাল মন্দির এলাকায় বাইক চালিয়ে বাড়ি যাচ্ছিলেন বেচুলাল নামে এক ব্যক্তি। তখনই তাঁকে পেছন থেকে একটি সাদা থর এসে ধাক্কা মারে। সজোরে ধাক্কা মারায় বাইক আরোহী ছিটকে পড়ে। এমনকী চারচাকার বোনেটটিও তুবড়ে যায়। দুর্ঘটনার পর গাড়িটি রেখে পালিয়ে সুদর্শন পার্কের বাসিন্দা অমরিন্দর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে বেচুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তারপর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
রাতে বান্ধবীর সঙ্গে ছিলেন অমরিন্দর
দুর্ঘটনার পর থেকেই অমরিন্দরের খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে গতকাল লুধিয়ানায় আত্মসমর্পণ করে সে। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তে পুলিশ জানতে পেরেছে বৃহস্পতিবার রাত অবধি কৃতি নগরে এক বান্ধবীর সঙ্গে সময় কাটিয়েছিলেন অমরিন্দর। ফেরার সময় মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতে গিয়েই ঘটে দুর্ঘটনা। তারপর দুর্ঘটনাস্থলে গাড়িটি রেখে পালিয়ে যায় সে।