| (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৩০ মে: করোনার দ্বিতীয় ঢেউটা একেবারে আছাড় মেরেছিল দেশের রাজধানী দিল্লিতে (Delhi Covid-19)। করোনার দাপটে হাসপাতালে ভর্তির জায়গা ছিল না, অক্সিজেনের হাহাকার চলছিল। কিন্তু করোনা যুদ্ধে ঘুরে দাঁড়াল দিল্লি। অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) রাজ্যে আক্রান্তের সংখ্যা কমার পর, এবার কোভিডে দৈনিক মৃত্যুর সংখ্যা দুই ডিজিটে নেমে এসে সবাইকেই স্বস্তি দিল। গত ৪৭ দিনের মধ্যে এই প্রথম দিল্লিতে করোনায় দৈনিক মৃত্যু সংখ্যা নামল একশোর নিচে। গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে রোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮-এ। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও হাজারের কমে থেকেই, দাঁড়িয়েছে ৯৪৬। গত ১৩ এপ্রিল শেষবার দিল্লিতে দৈনিক মৃত্যুর সংখ্যা একশোর নিচে ছিল। আরও পড়ুন: Covid Patient's Body: যোগী রাজ্যে পিপিই কিট পরা ব্যক্তি কোভিডে মৃতদেহ ছুঁড়ছেন নদীতে, ভাইরাল ভিডিও

রবিবার প্রকাশিত দিল্লির স্বাস্থ্যমন্ত্রকের বুলেটন অনুযায়ী, দৈনিক আক্রান্ত-মৃত্যুর পাশাপাশি পজেটিভিটি রেটও (positivity rate) ২ শতাংশের নিচেই আছে। দিল্লিতে এখন করোনা পজেটিভির হার এখন ১.২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৭৫,৪৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের রাজধানীতে মোট করোনা পরীক্ষার নমুনা ২ কোটির কাছাকাছি আছে। সেখানে দিল্লিতে এতদিন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ২৫ হাজারের কিছু বেশি। দিল্লিতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এখন ১২,১০০ জন। দেশের রাজধানীতে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৪ হাজার ১৫১ জন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৫৩ হাজার ৯১৮ জনকে টিকাকরণ করা হয়েছে। দিল্লিতে মোট টিকাকরণের সংখ্যা ৫৩ লক্ষ ৪৩ হাজার ছাড়িয়েছে।

একদিনে দিল্লিতে সর্বোচ্চ সংক্রমণের কেস এসেছিল ২০ এপ্রিল। সেদিন দিল্লিতে দৈনিক ২৮ হাজার ৩৯৫ জন কোভিডে আক্রান্ত হয়েছিলেন। পজেটিভিটি রেট সেই সময় ছিল ৩৬.২৪ শতাংশ। যা এখন ১ শতাংশের কিছুটা উপরে আছে। তবে এরপরেও করোনা পরিস্থিতিকে হাল্কাভাবে নিতে নারাজ দিল্লি প্রশাসন। ৭ জুন সকাল ৫টা পর্যন্ত দিল্লিতে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।