নতুন দিল্লি, ৮ জানুয়ারি: দিল্লিতে আরও বাড়ল করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় দেশের রাজধানী শহরে ২০ হাজার ১৮১ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। গতকাল যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৩৩৫ জন। এবার সেটা ২০ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। দিল্লতে এখন সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ১৭৮ জন। প্রতিদিনের পজেটিভিটি রেট এখন ১৯.৬ শতাংশ। দিল্লিতে মোট ২৫ হাজার ১৪৩ জন কোভিডে মারা গিয়েছেন। এরই মাঝে আবার আগামিকাল, রবিবার শিখদের উতসবের জন্য দিল্লিতে করোনা কার্ফু শিথিল করা হল।
দেখুন টুইট
Delhi reports 20,181 fresh COVID cases, 11,869 recoveries, and 7 deaths
Active cases: 48,178
Daily positivity rate: 19.6%
Death toll: 25,143 pic.twitter.com/Uxux4exk56
— ANI (@ANI) January 8, 2022
এদিকে, মুম্বইয়ের অতি ঘন জনবসতিপূর্ণ ধারাভিতে গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ধারাভিতে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭২৯ জন। প্রশাসনের কাছে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে ধারাভির সংক্রমণ। মুম্বইতে ইতিমধ্যেই করোনায় দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৯৮৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৮৫ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ৮৯৫ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৯.২৮ শতাংশ ।
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে বর্তমানে ৪ লাখ ৭২ হাজার ১৬৯ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ১২ হাজার ৭৪০ জন। করোনা আক্রান্ত হয়ে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ১৭৮ জন। দেশে ১৫০ কোটির বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে।