নতুন দিল্লি, ৯ নভেম্বর: রাজধানীতে ডেঙ্গুর থাবা, ইতিমধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দিল্লিতে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭০৮। গত সপ্তাহে শুধু ভেক্টর বোর্ন রোগে তিনজনের প্রাণ গেছে। গত এক সপ্তাহে ১ হাজার ১৭১ জনের শরীরে মিলেছে ডেঙ্গুর ভাইরাস। শুরু হতে না হতেই ডেঙ্গুর প্রকোপে রাজধানীতে নয় জনের মৃত্যু যথেষ্ট চিন্তার বিষয়। কারণ, ২০১৭- র পর এখনও পর্যন্ত এই মৃত্যুর পরিসংখ্যান রাজধানীতে রেকর্ড। যদিও বেসরকারি তথ্য বলছে ডেঙ্গুতে ১০ জনের প্রাণহানি ঘটে গেছে। চলতি বছরে প্রথম ডেঙ্গুতে মৃত্যুর খবর আসে গত ১৮ অক্টোবর। ডেঙ্গু ছাড়াও ১৬০ জন ম্যালেরিয়া আক্রান্তের সন্ধান মিলেছে রাজধানীতে। ৮১ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন।
চলতি দশকে রাজধানীতে সবতেকে বেশি ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছিল ২০১৫-তে। সেবার একসঙ্গে ১০ হাজার জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এর আগে ১৯৯৬ সালে দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল।