Prostitution racket busted in Delhi. (Photo: File Image)

নতুন দিল্লি, ১৩ নভেম্বর: দেশের রাজধানী দিল্লিতে (Delhi) ফাঁস হল বড় মধুচক্র (prostitution racket)। এই মধুচক্র থেকে দুই বিদেশী মহিলাকে দেহ ব্যবসায় জড়িতে থাকার জন্য হাতেনাতে ধরল পুলিস। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে রীতিমত ফাঁদ পেয়ে এই মধুচক্র থেকে জড়িতদের গ্রেফতার করল দেশের রাজধানী পুলিশ। উজবেকিস্তানের দুই মহিলা-একজনের বয়স ২৪, অপরপর জনের বয়স ২৮, ক্যাব থেকে নেমে নিজেদের দেহ ব্যবসায়ী হিসেব পরিচয় দেন। দিল্লির জাহাঙ্গিরপুরির বাসিন্দা এক ক্যাব চালক (বয়স ৪৭) এই দুই বিদেশী মহিলার হয়ে কমিশনের ভিত্তিতে কাজ করছিলেন। সেই ক্যাব চালক দু হাজার টাকা কমিশন নিত। পুলিশ ফাঁদ পেতে হাতেনাতে এই তিনজনকে ধরে ফেলে।

পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের পর জানতে পারে, প্রতি রাতের জন্য ওই বিদেশী মহিলারা ২৫ হাজার টাকা করে দাবি করতেন। আরও দুই বিদেশী মহিলা এই চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মধুচক্রের বাকিদের বিষয়ে জানতে আরও জেরা চালানো হবে বলে খবর। আরও পড়ুন: দূষণে জেরবার দিল্লিতে এক সপ্তাহ স্কুল বন্ধ, বাড়ি থেকেই কাজ করবেন সরকারি কর্মচারীরা

জেরায় ওই দুই উজবেক মহিলা জানায়, ট্যুরিস্ট ভিসায় তাঁরা লভারতে এসেছিলেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা এখানে থেকে গিয়েছেন। নিজেদের খরচ চালানোর জন্য, তারা দেহব্যবসা করছেন বলে ওই দুই মহিলা জানায়। মনু নামের অভিযুক্ত ক্যাব চালক জানায়, চার-পাঁচ মাস আগে রমেশ নামের এক ব্যক্তির কাছ থেকে মোটা টাকার অফার পেয়ে মহিলাদের এজেন্ট হিসেবে কাজ করছেন। ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করে মহিলাদের তাদের কাছে পৌঁছে দেওয়াই ছিল তার কাজ। এই চক্রের মূল পান্ডাদের খোঁজ শুরু হয়েছে।