দিল্লিতে ধৌলা কুয়া এলাকায় বিএমডব্লিউ গাড়ি দুর্ঘটনায় (Delhi BMW Car Accident) অবশেষে গ্রেফতার অভিযুক্ত মহিলার। গতকাল দুর্ঘটনার সময় গাড়ির চালক আসনে বসেছিলে গুরগাঁওয়ের বাসিন্দা গগনপ্রীত। এদিন হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ঘটনার সময় গগনপ্রীত আদৌ মাদকাসক্ত ছিলেন কিনা নাকি তিনি আদৌ গাড়ি চালাতে জানতেন কিনা, তা এখনও স্পষ্ট হয়নি। অভিযুক্তকে জেরা করলে তবেই স্পষ্ট হবে গোটা বিষয়টি। সেই সঙ্গে সোমবার সকালে ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরাও পরিদর্শনে গিয়েছিলেন। অন্যদিকে, গতকাল রাতেই নভজোৎ সিংয়ের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

আশঙ্কাজনক অবস্থা নভজোতের স্ত্রী

এদিকে নুলাইফ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সোমবার সকালে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, গত রবিবার রাত ২টো নাগাদ হাসপাতালের এমার্জেন্সি বিভাগে নভজোৎ সিং ও তাঁর স্ত্রীকে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা চলাকালীন বছর ৫০-এর ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ আসলে তাঁদের হাতে দেহটি তুলে দেওয়া হয়। এদিকে তাঁর স্ত্রী সন্দীপ কৌরেরও অবস্থা আশঙ্কাজনক ছিল। সেই কারণে তাঁকে উন্নত চিকিৎসা দিতে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতাল থেকে ছাড়া পেতেই গ্রেফতার অভিযুক্ত

এদিকে এই ঘটনার মাঝেই আরও এক আহত দম্পতিকে হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে মহিলার হালকা চোট লেগেছিল। তাঁকে চিকিৎসার পর রাতে হাসপাতালেই রাখা হয়েছিল। সোমবার সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরেই তাঁকে পুলিশ গ্রেফতার করে। অন্যদিকে, তাঁর স্বামী ক্রিটিকাল কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছে। তাঁর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক রয়েছে। ঘটনাটি নিয়ে মৃতের পরিবার অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।