পহেলগাম হামলার ক্ষত এখনও দগদগে রয়েছে। এরমধ্যে ফের পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন হামলার ছক কষেছে দেশের অভ্যন্তরে। রাজধানী দিল্লির (Delhi) বিভিন্ন জনবহুল এলাকায় আইইডি বিস্ফোরণ করার পরিকল্পনা করেছে আইসিস জঙ্গি সংগঠন। তবে এবার নাশকতার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা। অভিযুক্তদের দিল্লি থেকেই গ্রেফতার করা হয়েছে। তাঁদের থেকে উদ্ধার হয়েছে বোমার টাইমার, ল্যাপটপ, পেন ড্রাইভ, মোবাইল, আইসিস পতাকা ও বই। যদিও প্রাথমিক জেরায় তদন্তকারীরা জানতে পেরেছে, এই চক্রের আরও অনেকে জড়িত রয়েছে, তাঁদের কাছে বোমার সরঞ্জাম থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

মল ও পার্ক টার্গেট করেছিল জঙ্গিরা

জানা যাচ্ছে, ধৃত দুজনের মধ্যে একজন মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা। তাঁর নাম আদনান খান (২১)। অপরজন আবু মুহারিব ওরফে আদনান খান (২০), সে দিল্লির বাসিন্দা ছিল। ভোপালের ওই যুবক দিল্লিতে আদনানের বাড়িতেই উঠেছিল এবং সেখানেই এই নাশকতার পরিকল্পনা হয়েছিল। পুলিশসূত্রে খবর, দিওয়ালির মধ্যে দক্ষিণ দিল্লির একটি জনববহুল মল ও পার্কে বোমা হামলার ছক করেছিল দুজনে। যদিও তার আগেই গত ১৬ অক্টোবর ও ১৮ অক্টোবর গ্রেফতার করা হয়েছে দুজনকে।

বাকি জঙ্গিদের খোঁজ চলছে

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা একটি ম্যাসেঞ্জিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করত এবং সেখানে বেশ কয়েকটি অচেনা নম্বরও রয়েছে। তাঁদের মধ্যে একটি নম্বর সিরিয়ার এক হ্যান্ডেলারের। ফলে নাশকতার ছক এখনও পুরোপুরি ভেস্তে যায়নি বলেই অনুমান গোয়েন্দা আধিকারিকের। সেই কারণে বাকি জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জারি রয়েছে তদন্ত।