৭৮ তম স্বাধীনতা দিবসে (Independence Day) নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লি। কোনওরকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেইজন্য সিসিটিভিতে নজরদারি চালানো হচ্ছে। তুঘলগ রোড থানায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। পুলিশসূত্রে খবর, সবমিলিয়ে তুঘলগ রোড থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৪৩৭টি ক্যামেরা সর্বক্ষণ রাস্তায় নজরদারি রাখছে। এরমধ্যে ১০০ টি সিসি ক্যামেরা সদ্যই লাগানো হয়েছে। যেগুলি আরও উন্নত প্রযুক্তির। ক্যামেরাগুলির মধ্যে রয়েছে নাইট ভিশন মোড। যার মাধ্যমে রাতেও পরিস্কারভাবে দেখা যাবে রাস্তার গতিবিধিগুলি। কোনও সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত স্থানীয় পুলিশ পিকেটে খবর পৌঁছে যাবে এবং সেখান থেকে কোনও পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছে যাবে.
আগামীকাল স্বাধীনতা দিবসের আগে জনসাধারণকে নিরাপত্তা সংক্রান্ত বার্তা দিলেন দিল্লি পুলিশের ডিসিপি মেহলা। তিনি বলেন, সাধারণ মানুষ ও ভিভিআইপি মানুষদের নিরাপত্তার কথা ভেবে দিল্লি পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে দিল্লির নিরাপত্তার দায়িত্বে আছে। কোনওধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তারজন্য পুলিশ প্রশাসন সজাগ থাকবে। তবে সাধারণ মানুষও যদি কোনও সন্দেহজনক বস্তু বা ব্যক্তিকে দেখেন তাহলে পুলিশকে জানাতে পারেন। টোল ফ্লি নম্বর খোলা থাকবে। ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত পুলিশ মক ড্রিল নিচ্ছে। সিসিটিভি ক্যামেরায় নজরদারির পাশাপাশি পুলিশ পেট্রোলিংও বাড়ানো হয়েছে।
#WATCH | Delhi | New Delhi DCP Devesh Mahla says, "In view of VVIP security on August 15, adequate security force including local police and CAPF will be deployed as per SOP and also based on inputs. We appeal to the citizens to remain alert and caution the police if they see… pic.twitter.com/NtMNnsuonU
— ANI (@ANI) August 14, 2024