Swami Chaitanyananda (Photo Credit: X)

দিল্লি, ২৪ সেপ্টেম্বর: ফের যৌন হেনস্থার অভিযোগ আরও এক স্বঘোষিত গুরুর (Self Styled Godman) বিরুদ্ধে। এবার স্বামী চৈতন্যনন্দ সরস্বতী ওরফে পার্থ সারথীর বিরুদ্ধে বেশ কয়েকজন তরুণীকে হেনস্থার অভিযোগ উঠল। চৈতন্যনন্দ সরস্বতী (Swami Chaitanyananda Saraswati) ওরফে পার্থ সারথী (Parth Sarathi) নামের ওই স্বঘোষিত গুরুর বিরুদ্ধে পরপর ১৭ জনকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে।

গত ৪ অগাস্ট দিল্লির (Delhi) বসন্তকুঞ্জে থানায় পার্থ সারথী তথা চৈতন্যনন্দ সরস্বতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আর সেখানেই অভিযোগ ওঠে, চৈতন্যনন্দ সরস্বতী পরপর ১৭ জন তরুণীকে হেনস্থা করেছেন।

রিপোর্টে প্রকাশ, পুলিশের কাছে ৩২ জন ছাত্রী চৈতন্যনন্দ সরস্বতীর বিরুদ্ধে সরব হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই ৩২ জনের মধ্যে ১৭ জন পার্থ সারথী নামে ওই স্বঘোষিত গুরুদেবের বিরুদ্ধে অশ্লীল বা অশালীন মেসেজ পাঠানোর অভিযোগও করেন। সেই অনুযায়ী পার্থ সারথীকে পুলিশ আটক করে। বহু তরুণীর সঙ্গে চৈতন্য সরস্বতী জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে শ্রী সারদা ইনস্টিটিউটের একের পর এক ছাত্রীর তরফে।

সারদা ইনস্টিটিউটের আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ...

 

এমনকী সারদা ইনস্টিটিউটের বেশ কয়েকজন আধিকারিক ছাত্রীদের জোর করতেন চৈতন্য সরস্বতীর অশ্লীল দাবিদাওয়া পূরণের জন্য। এমন অভিযোগও পুলিশের কাছে উঠে এসেছে। একের পর এক অভিযোগ জমা পড়ার পর চৈতন্যনন্দ সরস্বতীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা মেনে দায়ের করা হয় অভিযোগ। সেই সঙ্গে ১৭ জন ছাত্রীকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে বলেও জানা যাচ্ছে।

দিল্লির ওই সারদা পীঠে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ সেখানকার বেসমেন্ট থেকে একটি ভলভো গাড়ি উদ্ধার করে। যেটি পার্থ সারথী ওই স্বঘোষিত গুরু ব্যবহার করতেন বলে জানা যায়। পার্থ সারথীকে আটকের পর তাঁর ব্যক্তিগত জিনিসপত্রও পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে খবর।