
নয়াদিল্লি, ৬ এপ্রিলঃ অন্তঃসত্ত্বা মহিলার (Pregnant Woman) পেটে লাথি মেরে তাঁর গর্ভের সন্তান নষ্ট করে দেওয়ার হুমকি। সাংঘাতিক অভিযোগ ক্যাব চালকের বিরুদ্ধে। জাতীয় রাজধানী দিল্লির (Delhi) রাজপথে ভয়াবহ এক ঘটনার সাক্ষী মহিলা। অভিযোগ, ক্যাবের এসি (AC) চালাতে বলায় অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার, তাঁর গর্ভের সন্তানকে নষ্ট করে দেওয়ার হুমকি দেন ওলা (Ola) চালক।
জানা যাচ্ছে, নয়ডা থেকে ক্যাব বুক করে দক্ষিণ দিল্লির সাকেতে আসছিলেন অভিযোগকারী অন্তঃসত্ত্বা মহিলা। যাত্রাপথে তাঁর গরম লাগায় মহিলা চালককে ক্যাবের এসি চালিয়ে দেওয়ার জন্যে অনুরোধ করেন। মহিলার অনুরোধ শুনেই ক্ষেপে যান চালক। এসি চালানোর অনুরোধ প্রত্যাখ্যান তো করলেনই উলটে মহিলাকে শাসালেন। রীতিমত আক্রমণাত্মক এবং হুমকির সুরে বললেন, 'তেরে পেট মে লাত মার কে বাচ্চা গিরা দুঙ্গা'। বার বাংলা সারমর্ম দাঁড়ায়, 'তোর পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করে দেব'।
এখানেই শেষ নয় ক্যাব চালকের কীর্তি। চালিয়ে গেলেন হুমকি। বললেন মাঝ রাস্তাতেই যাত্রা বাতিল করে ক্যাব থেকে নেমে যেতে। নয়তো তাঁর সঙ্গে আর কী কী হতে চলেছে তিনি কল্পনাও করতে পারছেন না।
ওলা যাত্রার এই ভয়াবহ অভিজ্ঞতা নিজের লিঙ্কডইন প্রোফাইল থেকে শেয়ার করেছেন ওই মহিলা। জানিয়েছেন, একজন অন্তঃসত্ত্বা মহিলার সঙ্গে এই ধরণের আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা তাঁকে প্রচণ্ড মানসিক চাপ এবং ভীতি দিয়েছে। সংস্থার সিইও ভাবীশ আগরওয়ালকে অনুরোধ করেছেন, অভিযুক্ত চালকের বিরুদ্ধে অবিলম্বে এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।