Delhi Police (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৮ জুলাই: দিল্লির মালব্য নগরে তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় জোর শোরগোল শুরু হয়েছে। দক্ষিণ দিল্লির মালব্য নগরে বছর ২৫-এর যে তরুণীকে খুন করা হয়েছে, তাঁর নাম নার্গিস। লোহার রড দিয়ে ওই তরুণীকে কেন খুন করা হল, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করলে, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। জানা যায়, তুতো দাদা ইরফানকে বিয়ে করতে না চাওয়াতেই ওই তরুণীকে খুন করা হয়। মৃত তরুণীর তুতো দাদা ইরফানই এই খুনের সঙ্গে জড়িত বলে পুলিশ মনে করছে।

রিপোর্টে প্রকাশ, নার্গিসকে তাঁর তুতো দাদা ইরফানের সঙ্গে বিয়ে দিতে চাননি তরুণীর বাবা, মা। ইরফান সুইগিতে ডেলিভারি বয়ের কাজ করেন। রোজগার তেমন ভাল নয় জেনেই, তাঁর সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাননি নার্গিসের বাবা, মা। নার্গিসকে ইরফানের সঙ্গে বিয়ে দিতে না চাওয়াতেই তাঁকে খুন করা হয়েছে বলে পুলিশ মনে করছে প্রাথমিকভাবে।

আরও পড়ুন: Delhi Murder: মেয়ের খুনিদের মৃত্যুদণ্ড চান, কান্নায় ভেঙে পড়লেন দিল্লিতে মৃত তরুণীর বাবা

নার্গিস ইরফানের সঙ্গে কথা বন্ধ করে দেন। যার জেরে ইরফান ক্রমশ রেগে উঠতে শুরু করে নার্গিসের উপর। নার্গিস মালব্য নগরে কোচিং ক্লাসে গেলে সেখান থেকে ফেরার পথেই তাঁকে খুন করা হয় বলে খবর। পুলিশের জেরায় ইরফান জানায়, সে নার্গিসের সঙ্গে কথা বলতে চেয়েছিল। কিন্তু নার্গিস রাজি না হওয়ায়, ইরফান লোহার রড দিয়ে তাঁকে মেরে খুন করে। শুধু তাই নয়, নার্গিসকে খুনের পরিকল্পনা গত ৩ দিন আগেই ইরফান করেছিল বলে পুলিশি জেরায় স্বীকার করে।