দিল্লি, ২১ জানুয়ারি: অমর জওয়ান জ্যোতির (Amar Jawan Jyoti) শিখা মিশিয়ে দেওয়া হল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখার সঙ্গে। ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির শিখা এবার থেকে জ্বলবে ন্য়াশনাল ওয়ার মেমোরিয়ালের শিখার সঙ্গে। দেখুন ভিডিয়ো...
#WATCH | Delhi: Merging of Amar Jawan Jyoti flame at India Gate with the flame at the National War Memorial is underway. pic.twitter.com/j7wMxpNWJS
— ANI (@ANI) January 21, 2022
গত ৫০ বছর ধরে জ্বলা অমর জওয়ান জ্যোতির শিখা 'নিভিয়ে' এবার তা সরানো হচ্ছে। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখার সঙ্গে অমর জওয়ান জ্যোতির শিখার সঙ্গে তা মিশিয়ে দেওয়া হবে। এমন খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তা শোরগোল শুরু হয়ে যায়। কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তের পর মোদী সরকারকে একের পর এ কটাক্ষ করা হয় বিরোধীদের তরফে। রাহুল গান্ধী (Rahul Gandhi) থেকে শুরু শশী থারুর, বিরোধীদের তরফে একের পর এক কটাক্ষ ধেয়ে আসতে শুরু করে মোদী (Narendra Modi) সরকারের উদ্দেশে।
আরও পড়ুন: Sushant Singh Rajput: জন্মদিনে সুশান্তের ভিডিয়ো, অভিনেতার দিদির ভিডিয়োতে চোখে জল অনুরাগীদের
শশী থারুর বলেন, গণতন্ত্র, লোকতন্ত্রকে সম্মান করতে জানে না এই সরকার। অমর জ্যোতি জওয়ানের শিখা 'নিভিয়ে' দেওয়ার পর দুঃখপ্রকাশ করেন শশী থারুর।
জওয়ানদের সম্মান দেখাতে জানে না মোদী সরকার। অমর জওয়ান জ্যোতির শিখা আবার জ্বালানো হবে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী।