নয়া দিল্লি, ৭ ডিসেম্বরঃ ছেলের বিয়ের পথে বাঁধা মা। তাই পথের কাঁটাকে উপড়ে ফেললেন বছর বাইশের যুবক। পছন্দের মেয়েকে বিয়ে করার জন্যে নিজের হাতেই মাকে খুন করল ছেলে। আর সেই খুনকে চুরির ছকে সাজিয়ে নিজেই ফোন করে বাড়িতে পুলিশ ডাকলেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ দিল্লির (Delhi) খেয়াল থানায় একটি ফোন আসে। ফোনের ওপারের ব্যক্তি পুলিশকে জানন, তাঁর মাকে কেউ বা কারা খুন করে তাঁর কানের দুল নিয়ে চম্পট দিয়েছেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। তবে সেখানে পৌঁছেই খটকা লাগে পুলিশের। বাড়ির কোথাও চুরি কিংবা ডাকাতির কোন চিহ্ন নেই। সমস্ত মূল্যবান জিনিসপত্র অক্ষত অবস্থায় রয়েছে। কেবল মৃত মহিলার কানের দুল জোড়া নেই। আর তাতেই সন্দেহ হয় পুলিশের। মৃত মহিলা সুলোচনার ছোট ছেলে সাওয়ান, যিনি ফোন করে পুলিশ ডেকেছিলেন তাঁকেই আটক করে পুলিশ।
হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই গড়গড় করে সব সত্যি উগড়ে দেয় বছর ২২-এর সাওয়ান। তিনি জানান, পছন্দের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাতে বাঁধা দেন মা। এমনকি ওই মেয়েকে বিয়ে করলে সাওয়ানকে ত্যাজ্য পুত্র করবেন বলেও হুমকি দিয়েছিলেন সুলোচনা। রাগে, ক্রোধে মাকে রাস্তা থেকে সরানোর পরিকল্পনা করেন অভিযুক্ত ছেলে। খুন করে ঘটনাটিকে চুরির ছকে ফেলতে মায়ের মৃতদেহের কান থেকে দুল জোড়া খুলে নেন তিনি। পরিকল্পনা মাফিক খবর দেন পুলিশেও। কিন্তু পুলিশ এসে সাওয়ানের গোটা চক্রান্ত মুহূর্তে ধরে ফেলেন।