Spy Camera in bulb holder (Photo Credits: X)

নয়া দিল্লি, ২৪ সেপ্টেম্বরঃ লুকিয়ে ভাড়াটের ঘরে ঢুকে গোপন ক্যামেরা লাগানোর অভিযোগ উঠেছে বাড়িওয়ালার ছেলের বিরুদ্ধে। ভাড়াটে মহিলাকে লুকিয়ে ক্যামেরাবন্দি করার জন্যে তাঁর শোয়ার ঘর এবং বাথরুমে স্পাই ক্যামেরা লাগিয়েছিলেন বাড়িওয়ালার ছেলে। ঘটনায় অভিযুক্ত করণকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে তল্লাশির পর তার কাছ থেকে একটি স্পাই কামেরা এবং দুটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। রেকর্ড করা ভিডিয়ো ওই ল্যাপটপেই সংরক্ষণ করে রাখতেন করণ।

পুলিশ আরও জানাচ্ছে, উত্তরপ্রদেশের বাসিন্দা ওই তরুণী সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্যে পূর্ব দিল্লির শাকারপুর এলাকার ওই বাড়িতে ভাড়া থাকতেন। বিগত কয়েক মাস ধরে সেখানে রয়েছেন তিনি। বাড়িওয়ালার কাছে চাবি রেখে ক'দিনের জন্যে নিজের বাড়িতে গিয়েছিলেন তরুণী। আর সেই সুযোগে ঘরের চাবি খুলে তরুণীর বেডরুম এবং বাথরুমে গোপন ক্যামেরা লাগিয়ে আসে বাড়িওয়ালার বছর তিরিশের ছেলে করণ। ভারতীয় ন্যায় সংহিতা-র ৭৭ নম্বর ধারার অধীনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।