দিল্লি, ৭ জুন: আবগারী দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy Case) চার্জশিট ফাইল করা হল কে কবিতার (K Kavitha) বিরুদ্ধে। বিআরএস নেতা কে কবিতার বিরুদ্ধে আবগারী দুর্নীতি মামলায় শুক্রবার চার্জশিট ফাইল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কে কবিতার পাশাপাশি আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে আজ চার্জশিট ফাইল করে সিবিআই। তবে তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী-কন্যা কবিতার জামিন কবে হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Delhi Liquor Policy Case: জামিন পেলেন না, আবগারি দুর্নীতিতে ১৪ দিন জেলে কবিতা
প্রসঙ্গত আবগারী দুর্নীতি মামলায় নাম জড়ানোয় অরবিন্দ কেজরিওয়ালকে তিহাড় জেলে ফিরতে হয়। ১ জুন পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে আদালত। অন্তবর্তী জামিনে মুক্তির পরপরই লোকসভা নির্বাচন উপলক্ষ্যে প্রচার শুরু করেন কেজরি। ২১ দিন জেলের বাইরে কাটিয়ে অবশেষে ২ জুন ফের তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মমর্পণ করতে হয় আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে।
আবগারী দুর্নীতি মামলায় কেজরিওয়াল ২১ দিনের জন্য অন্তবর্তী জামিন পেলেও, কে কবিতা এখনও বের হতে পারেননি কারাগারের বাইরে।
দেখুন ট্যুইট...
Central Bureau of Investigation files chargesheet against BRS leader K Kavitha and others in Delhi excise policy case
— ANI (@ANI) June 7, 2024