নয়া দিল্লি, ৩০ জুনঃ দিল্লিতে আরও বাড়বে বৃষ্টি। আগামী কয়েকদিন রাজধানীতে প্রবল বৃষ্টিপাতের সকর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি বিপর্যস্ত দিল্লিতে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সাধারণত বর্ষার মরসুমে দিল্লি (Delhi) শহরে ৬৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। শুক্রবার গোটা মরসুমের এক তৃতীয়াংশ বৃষ্টির সাক্ষী থেকেছে রাজধানীবাসী। এদিন ২২৮ মিলিমিটার বৃষ্টিতে ভিজেছে দিল্লি। ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট, গাড়ি সমস্ত কিছু জলের তলায় চলে গিয়েছিল। ২৮ জুন শুক্রবার প্রবল বৃষ্টির কারণে যাদের মৃত্যু হয়েছে তাঁদের জন্যে এবার ক্ষতিপূরণের ঘোষণা করল দিল্লি সরকার।
দিল্লির আপ (AAP) সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, ২৮ জুন প্রচণ্ড বৃষ্টির জেরে যারা ডুবে গিয়ে প্রাণ হারিয়েছেন তাদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আম আদমি পার্টির (Aam Aadmi Party) মন্ত্রী অতিশী (Atishi) এসিএস রেভিনিউকে এলাকার সমস্ত হাসপাতাল এবং দিল্লি পুলিশের সহায়তায় যারা এদিন প্রাণ হারিয়েছেন তাদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। মৃতদের চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ হলে জিএনসিটিডির পক্ষ থেকে অবিলম্বে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
Delhi Govt announces compensation of Rs. 10 lakhs for the families of all those who drowned and lost their lives after the extreme rainfall on June 28.
Minister Atishi directs the ACS Revenue to identify those who lost their lives with the support of area hospitals and Delhi… pic.twitter.com/jwFFB0oo11
— ANI (@ANI) June 30, 2024