Delhi Fog: শুধু দেশ নয় দিল্লি যেন এখন কুয়াশারও রাজধানী, বাতিল একের পর এক ট্রেন-বিমান, সকালেও আঁধারে ঢাকা শহর
Delhi Winter 2022 Photo Credit: Twitter@ANI

নতুন দিল্লি, ৭ জানুয়ারি: দিল্লি ঢেকেছে ঘন কুয়াশার চাদরে (Delhi Fog)। সব কুয়াশা যেন দিল্লিতেই বাসা বেঁধেছে। দেশের রাজধানী শহর যেন কুয়াশার রাজধানীও হয়ে গিয়েছে। দিল্লির ইন্জিয়া গেট থেকে রেল স্টেশন, বিমানবন্দর, সব জায়গাতেই শুধু কুয়াশা আর কুয়াশা। দিল্লিতে এতই ঘন কুয়াশায় পাশে দাঁড়িয়ে থাকা মানুষকেও ঠিকমত দেখা যাচ্ছে না। সকালের দিল্লি দেখে মনে হচ্ছে রাত আড়াইটে বা তিনটে হবে।

ঘন কুয়াশায় দিল্লির স্বাভাবিক জনজীবন ব্য়াহত। তবু রক্ষা, রবিবার হওয়ায় কাজের দিন নয় বলে রাস্তায় এমনিতে ট্র্যাফিক কম। কিন্তু ট্রেন, বিমানে তো রবিবারের চাপ বেশী থাকে। ঘন কুয়াশায় দৃশ্যমান্যতা অনেটা কমে যাওয়ায় দেশের রাজধানী শহরে একের পর এক ট্রেন, বিমান বাতিল হচ্ছে। বিমানবন্দর, রেলস্টেশনে ভিড় বাড়ছে, ভোগান্তি তুঙ্গে উঠছে। আরও পড়ুন-ফের টুইটারে কর্মী ছাঁটাই

দেখুন টুইট

দিল্লির ঘন কুয়াশা ঠিক কতটা জনজীবন প্রভাব ফেলছে তা নিয়ে একটা তথ্য। সকাল ৬টা পর্যন্ত দিল্লিতে আবহাওয়া সংক্রান্ত কারণে মোট ২০টি বিমান দেরিতে আসছে। বেশ কিছু বিমানের সফর সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। ট্রেনের অবস্থা আরও খারাপ।

দেখুন টুইট

উত্তর রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, নর্দান রেলওয়ে জোনে এখনও পর্যন্ত ৪২টি ট্রেন দেরিতে চলছে। কিছু ট্রেন বাতিলের কথাও শোনা যাচ্ছে।