দিল্লি, ৫ জুন: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) অন্তর্বতী জামিনের আবেদন খারিজ করল আদালত। দিল্লি হাইকোর্টের তরফে বুধবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তবর্তী জামিনের আবেদন খারিজ করা হয়। আবগারী দুর্নীতি মামলায় ৭ দিনের জন্য অন্তবর্তী জামিন চেয়ে দিল্লি আদালতের দ্বারস্থ হন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু আদালত কেজরির অন্তবর্তী জামিনের আবেদন খারিজ করে দেয়।
আরও পড়ুন: Arvind Kejriwal: জামিনের আবেদন খারিজ! আপাতত তিহাড়েই থাকতে হবে কেজরিওয়ালকে
এসবের পাশাপাশি তিহাড়েই যাতে কেজরিওয়ালের যাবতীয় চিকিৎসা এবং পরীক্ষীনীরিক্ষা করা হয়, সেই নির্দেশও জেল কর্তৃপক্ষকে দেওয়া হয়। সেই সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১৯ জুন পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে বলে জানানো হয় আদালতের তরফে। প্রসঙ্গত গত রবিবার বিকেলে অরবিন্দ কেজরিওয়ালের ২১ দিনের অন্তবর্তী জামিনের মেয়াদ শেষ হয়। ফলে ওইদিন বিকেলেই দলীয় সদর দফতর ঘুরে, কনৌটপ্লেসের হনুমান মন্দিরে প্রার্থনা সেরে তিহাড় জেলে আত্মসমর্পণ করেন অরবিন্দ কেজরিওয়াল।