দিল্লি, ২৭ জুন: সিবিআই হেফাজতে থাকা অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)সঙ্গে দেখা করলেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। বৃহস্পতিবা বিকেলে সুনীতা কেজরিওয়ালকে সিবিআই অফিস থেকে বের হতে দেখা যায়। স্বামী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিস থেকে বের হন সুনীতা। প্রসঙ্গত সিবিআই হেফাজতে থাকা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে প্রতিনিদিন ৩০ মিনিট করে দেখা করতে পারবেন তাঁর স্ত্রী সুনীতা। এমনই জানানো হয়েছে আদালতের তরফে। সেই অনুযায়ী, বৃহস্পতিবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে স্বামীর সঙ্গে দেখা করতে হাজির হন সুনীতা কেজরিওয়াল।
আবগারী দুর্নীতি মামলায় বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। গ্রেফতারির পর অরবিন্দ কেজরিওয়াল আগামী ৩ দিন সিবিআই হেফাজতে থাকবেন বলে জানানো হয়। সিবিআই হেফাজতে থাকাকালীন অরবিন্দ কেজরিওয়াল গীতা হাতে পাবেন। সেই সঙ্গ বাড়ির খাবারও খেতে পারবেন বলে জানানো হয়।
সিবিআই অফিস থেকে বের হচ্ছেন সুনীতা কেজরিওয়াল...
#WATCH | Delhi | Sunita Kejriwal, wife of Delhi CM Arvind Kejriwal, leaves from CBI headquarters.
The Court has allowed Delhi CM Arvind Kejriwal's wife Sunita Kejriwal to meet him for 30 minutes every day
Delhi CM Arvind Kejriwal is on a 3-day CBI remand in the excise policy… pic.twitter.com/6EHMWAOYLM
— ANI (@ANI) June 27, 2024
এদিকে কেজরিওয়ালকে সিবিআই গ্রেফতারের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা। স্বৈরশাসকের জমানা শেষ হোক বলে নাম না করেই মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী।