Delhi Election Results 2025 Meme Fest (Photo Credits: X)

নয়া দিল্লি, ৮ ফেব্রুয়ারিঃ রাজধানীর কুর্সিতে কি তবে উড়বে গেরুয়া ধ্বজা। শনিবার সকাল ৮টা থেকে দিল্লির ৭০টি বিধানসভা আসনে শুরু হয়েছে ভোট গণনা (Delhi Election Results 2025)। ভোটের লড়াইয়ে আম আদমি পার্টি (AAP), বিজেপি (BJP), কংগ্রেস (Congress) - তিন দলের নাম থাকলেও, ক্ষমতাসীন দল আপের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। সেই প্রতিদ্বন্দ্বীই এবার জোর টেক্কা দিয়েছে কেজরির আপকে। দিল্লি দখলের জন্যে ৭০টি বিধানসভা আসনের মধ্যে প্রয়োজন ৩৬টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পার করে ৪৬টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। দৌড়ে আরও একটু পিছিয়ে গিয়ে আপ এগিয়ে মাত্র ২৪টি আসনে।

বুধবার, ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট সম্পন্ন হয়েছে। ভোটের পর বুথফেরত সমীক্ষায় বিজেপির জয়ের চিত্রই ফুটে উঠেছিল সর্বত্র। শনির সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই পদ্মের পালে হাওয়া লাগতে শুরু করেছে। কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টির জয়ধ্বজা যত ডুবতে শুরু করেছে ততই সোশ্যাল মিডিয়ায় তাঁর এবং তাঁর দল ঘিরে মিমের বন্যা শুরু হয়েছে।

নয়া দিল্লি আসনের প্রার্থী হয়েছেন খোদ আপ আহ্বায়ক আরবিন্দ কেজরিওয়াল। বিজেপি প্রার্থী প্রবেশ সিংহ। প্রতিটা রাউন্ডের গণনা শেষে ওঠানামা করছে দুই প্রার্থীর ভোট। পঞ্চম রাউন্ডের গণনা শেষে পিছয়ে পড়লেন কেজরি।

কেজরিওয়ালের আপ নিয়ে মিমের বন্যাঃ