Arvind Kejriwal (Photo Credit: Intagram)

নয়াদিল্লি: দিল্লিতে (Delhi) প্রশাসনিক ক্ষমতা অরবিন্দ কেজরিওয়ালের সরকারের (Avind Kejriwal Government) হাতে তুলে নেওয়া ক্ষমতা নির্দেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এরপর তড়িঘড়ি অর্ডিন্যাস (ordinance) জারি করে দিল্লিতে (Delhi) ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিসেস অথরিটি (National Capital Civil Services Authority) তৈরি করে বিজেপি (BJP। দিল্লিতে থাকা আম আদমি পার্টির (AAP) সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য কেন্দ্রের বিজেপি শাসিত সরকারের এই পদক্ষেপ বলে অভিযোগ করছে আপ-সহ বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতারা। এবার এই বিষয় নিয়ে কেন্দ্রে ক্ষমতা আসীন বিজেপি সরকারকে তোপ দাগলেন আপ সুপ্রিমো ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)।

শনিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "সুপ্রিম কোর্ট (Supreme Court) গ্রীষ্মকালীন ছুটির (summer vacations) জন্য বন্ধ হওয়ার (closed) অপেক্ষা করছে ওরা। এই অর্ডিন্যান্স অবৈধ (illgel) জেনেই অপেক্ষা করছে ওরা। আদালতে (court) এই অর্ডিন্যাসটি খারিজ হতে ৫ মিনিটও সময় লাগবে না এটা ওরা খুব ভালো ভাবে জানে। আগামী পয়লা জুলাই সু্প্রিম কোর্ট খুললেই আমরা এই অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ (challenge) জানিয়ে আবেদন জানাব।"