দিল্লি ,২৫ শে নভেম্বরঃ দিল্লির নারেলার অগ্নিকান্ডের পর, এবার ভয়াবহ আগুন পুরানো দিল্লি চাঁদনি চকের ভাগীরথ প্যালেস মার্কেটে ( Chandni Chowk Bhagirath palace)। বিধ্বংসী আগুনে মার্কেটের দোতালা দোকান গুলির একাংশ এবং একতলা দোকানগুলি সম্পূর্ণ পুড়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে দমকল ইঞ্জিন আসে । বৃহস্পতিবার সারা রাত ৪০টি দমকল ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে , তবুও আগুন নিয়ন্ত্রনে না আসায় আজ ( শুক্রবার) সকাল থেকে পুনরায় দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন ।
এলাকাটি ঘিঞ্জি হওয়ার কারনে আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে, যার জন্য আগুন নিয়ন্ত্রনে আনা কঠিন হয়ে পরছে বলে জানান দমকল কর্মীরা। তারা আরো বলেন মার্কেটের মধ্যে অনেক ছোটো পকেট ফায়ার থাকার কারনে আগুন মাঝে মাঝে ভয়াবহ রুপ নিচ্ছে ।
দেখুন ভিডিও
Chandni Chowk, Delhi | Fierce fire that broke out in the shops of Bhagirath Palace market of Chandni Chowk continues; Several fire tenders on spot
Early morning visuals pic.twitter.com/J3jtS5Hf3y
— ANI (@ANI) November 25, 2022
বৃহস্পতিবার রাত ৯টা নাগাত প্রথমে একটি দোকানে আগুন লেগে যায় , তা দ্রুত ছড়িয়ে পড়ে মার্কেটের মধ্যে এবং এক ভয়াবহ রুপ নেয়। প্রথমে ঘটনাস্থলে ৬টি দমকল ইঞ্জিন আসে তারপর একের পর এক ইঞ্জিন সংখ্যা বেড়ে দাড়ায় ৪০ এ। আগুন নিয়ন্ত্রনে না আসায় ঘটনাস্থলে যান দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ। তিনি বলেন -' পরিস্থিতি মোটেও ভালো নয়, ভেবেছিলাম সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আসবে , কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি। মার্কেটে অনেক পকেট ফায়ার আছে যা বিপদের কারন হচ্ছে।' ঘটনাস্থলে কারো প্রান হানী হয় নি , তবে আগুন কিভাবে লাগলো তা খতিয়ে দেখার হচ্ছে বলে জানান পুলিশ।