নয়া দিল্লি, ৭ ডিসেম্বরঃ জাতীয় রাজধানীর বুকে ফের চলল গুলি। প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি করে খুন। প্রাতঃভ্রমণে (Morning Walk) বেরিয়ে খুন হলেন বছর ৫২-র ব্যবসায়ী।
শনিবার সকাল সাড়ে ৮টার দিল্লির (Delhi) সহোদরা এলাকায় সুনীল জৈন নামে ওই ব্যবসায়ী লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। বাইকে করে এসে দুই ব্যক্তি গুলি চালিয়ে চম্পট দিয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় পুলিশ। সুনীলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। সুনীললে লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। খুনের পিছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতা নাকি ব্যবসায়িক শত্রুতার জেরে এমন করুণ পরিণতি হল ব্যবসায়ীর তা তদন্ত করছে পুলিশ।
ব্যবসায়ীকে গুলি করে খুন...
#WATCH | Delhi | A person, Sunil Jain was found with gunshot injuries in the Farsh Bazar PS area. He was reported to have been shot by two persons who came on a motorcycle. The Crime Team has been called to the spot. Further investigation is in progress: DCP Shahdara
(Visuals… pic.twitter.com/t2DEV2lkNy
— ANI (@ANI) December 7, 2024
ঘটনার নিন্দা করে দিল্লিবাসীর নিরাপত্তার বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এক্স হ্যান্ডেলে আপ সর্বাধিনায়ক লিখেছেন, 'দিল্লিকে তছনছ করে দিয়েছেন অমিত শাহ। দিল্লিকে জঙ্গলরাজে পরিণত করেছেন তিনি। রাজধানীর মানুষজন আতঙ্কে জীবন কাটাচ্ছে। দিল্লির আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ বিজেপি। দিল্লির মানুষকেই ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে'।