দিল্লিতে আবারও বোমা হামলার হুমকি। পুলিশ সূত্রের খবর দিল্লির দ্বারকা এলাকার দিল্লি পাবলিক স্কুল (DPS), অন্য একটি স্কুল এবং একটি কলেজে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সকাল ৭টা নাগাদ বোমা হামলার হুমকির পর দিল্লির ডিপিএস দ্বারকা খালি করা হয়। দিল্লি ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়, স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের সরিয়ে নিতেই পুলিশ, বোম ডিসপোজাল স্কোয়াড এবং দমকল বাহিনীর কর্মীরা এসে তল্লাশি শুরু করেছেন।
এই ঘটনার বিস্তারিত তথ্য এখনো তদন্তাধীন এবং কর্তৃপক্ষ বোমা হামলার হুমকিটির উৎস খুঁজে বের করার চেষ্টা করছে। তবে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।
দিল্লির স্কুলে আবার বোমাতঙ্কঃ-
#BREAKING: Delhi’s DPS Dwarka was evacuated after a bomb threat call around 7 AM; police, bomb disposal squad, and fire services immediately reached the spot to conduct a search operation: pic.twitter.com/7lNMYrmLwu
— IANS (@ians_india) August 18, 2025
সাম্প্রতিক সময়ে প্রতি মাসেই দিল্লিতে এই ধরনের হুমকি বেশ কয়েকটি স্কুলে এসেছে। পুলিশ জানিয়েছে এই হুমকিগুলো বেশিরভাগই ইমেলের মাধ্যমে পাঠানো হয় এবং ঘটনার তদন্তের পর দেখা যায় এগুলো সবই ভুয়ো। দিল্লির লাল কেল্লাতেও একটি বোমা হামলার মিথ্যা খবর এসেছিল সম্প্রতি, যেখানে একজন ব্যক্তি ব্যক্তিগত ঝামেলার কারণে পুলিশকে মিথ্যা তথ্য দিয়েছিলেন।